আজকাল ওয়েবডেস্ক : ফের নয়া উদ্যোগ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির। নরডিশে এনার্জি সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল এসএনইউ-র ‘উদ্যোগ’ বিভাগ। এবার থেকে এই দুই প্রতিষ্ঠান পরিবেশ বিষয়ে গবেষণা এবং উন্নতির ক্ষেত্রে একযোগে কাজ করবে। এসএনইউ-র রসায়ন বিভাগের পড়ুয়া, শিক্ষক সকলেই নরডিশের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে পরিবেশ উন্নয়নের নানা প্রযুক্তি এবং সামগ্রী নিয়ে যৌথভাবে কাজ করবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনইউ-র উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। ছিলেন এসএনইউ-র উদ্যোগ বিভাগের পড়ুয়ারা। যৌথ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এসএনইউ নরডিশে টেকনোলজি ইনোভেশন সেন্টার। নরডিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁদের দুই কর্ণধার সব্যসাচী দাস এবং পৃর্থীজিৎ রায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনইউ-র উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। ছিলেন এসএনইউ-র উদ্যোগ বিভাগের পড়ুয়ারা। যৌথ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে এসএনইউ নরডিশে টেকনোলজি ইনোভেশন সেন্টার। নরডিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁদের দুই কর্ণধার সব্যসাচী দাস এবং পৃর্থীজিৎ রায়।
