আজকাল ওয়েব ডেস্কঃ ত্বকের স্বাস্থ্যের সঙ্গে কখনোই আপস করা উচিত নয়।আবার দুর্গাপূজা দোরগোড়ায়।ত্বকে ট্যানের সৃষ্টি হলে পছন্দের স্লিভলেস ব্লাউজ, সখের ওয়ান পিস টিও বাদ দিতে হবে। মুখ, হাত, পা, পিঠের মতো শরীরের উন্মুক্ত অংশে সব সময়  ঢাকা দেওয়া সম্ভব নয়।সারা বছর রোদে ঘুরে কাজের চাপে পুড়ে যাওয়া ত্বকের ট্যান দূর করাও প্রয়োজন।কাজের চাপে পার্লারে যাবার সময় নেই।বাজার চলতি অনেক ক্রিম ব্যবহারেও সুরাহা হয় না।তবে এই ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখতে পারেন।পার্লারে একগাদা টাকা নষ্ট না করে ঘরে বসেই পেয়ে যান সমস্যার সমাধান।মাত্র কয়েকটি ঘরোয়া উপাদানেই লুকিয়ে রয়েছে উজ্জ্বল ত্বকের রহস্য।ত্বকের ট্যান উধাও হবে নিমেষেই।

এই ঘরোয়া ফেস প্যাকটি তৈরি করতে একটি বাটিতে দুই চামচ হলুদ গুঁড়ো ও বেসন দিয়ে মিশিয়ে নিন।এর মধ্যে একে একে অর্ধেক কেটে রাখা লেবুর রস ও ১চামচ কফি পাউডার দিন।দুই চামচ ঘরে পাতা টাটকা দই দিয়ে সম্পূর্ণ মিশ্রনটি খুব ভাল করে ফেটিয়ে নিন। আপনার প্যাক তৈরি।
পোশাকের বাইরে থাকা সমস্ত অংশে প্যাকটি লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন।শুকিয়ে গেলে জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
এই পদ্ধতিটি সপ্তাহে তিনদিন ব্যবহার করলে ত্বকের জেদি ট্যান ম্যাজিকের মতো গায়েব হবে।
খেয়াল রাখবেন, আপনার ত্বক স্পর্শকাতর হলে, ইচ্ছেমতো ঘরোয়া টোটকা ব্যবহার করবেন না।এতে ফলাফল উল্টো হতে পারে।যেকোনো ত্বক বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে তারপর ত্বকে যে কোনও ট্যান রিমুভাল প্যাক লাগান।

ট্যান পড়ার ভয়ে তো বাইরে না বেরিয়ে থাকতে পারবেন না।তাই সতর্ক থাকুন।পুজোর আগে বাইরে ফুল স্লিভ পোশাক পরে বাইরে যান।সানস্ক্রিন লাগিয়ে টুপি পরে বা ছাতা নিয়ে ও সানগ্লাস পরে যাবেন না।এগুলো ছাড়া রোদে কোনওভাবেই বাইরে বেরোবেন না।এই প্যাক ব্যবহার করলে পুজোর আগেই আপনার ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসবে।আপনার সৌন্দর্য সবার নজর কাড়বেই।