অক্ষয় কুমারের ব্লকবাস্টার ‘রাউডি রাঠৌর’এর সিকুয়েলের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু প্রায় তিন বছরের চেষ্টার পর অবশেষে প্রযোজক শবিনা খান এবং সঞ্জয় লীলা বনশালি, লেখক ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে মিলে প্রকল্পটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

কারণ হিসাবে জানা গিয়েছে, অংশীদার সংস্থা ডিজনি এই ছবির অধিকার নিয়ে চূড়ান্ত সম্মতি দিতে রাজি হয়নি। ফলে আপাতত ‘রাউডি রাঠৌর ২’ আর হচ্ছে না। বদলে নতুন করে তৈরি হচ্ছে একটি পুলিশ-অ্যাকশন ড্রামা, যেটির সঙ্গে আর ‘রাউডি রাঠোর’-এর নাম জড়াবে না।

ছবিটি পরিচালনা করবেন দক্ষিণী পরিচালক মিত্র। শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালের গোড়ায়। এক সময় এই সিক্যুয়েলের সঙ্গে নাম জড়িয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার। নতুন ছবিটিতে তিনি থাকছেন কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

২০১২–র ‘রাউডি রাঠোর’ বক্স অফিসে ঝড় তুলেছিল। প্রধান চরিত্রে ছিলেন অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা। বলিউডে যখনই বিনোদন আর অ্যাকশনের মশলা মেশানো ছবির কথা ওঠে, তখন প্রথম সারিতে আসে ‘রাউডি রাঠোর’এর নাম। এই ছবি অক্ষয়ের কেরিয়ারে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল। প্রভু দেবার পরিচালনায় অক্ষয়ের দ্বৈত চরিত্র, সোনাক্ষীর উচ্ছ্বল উপস্থিতি আর রঙিন গান–নাচে ভরপুর ছবিটি তখন বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল।

এই সাফল্যের পর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন রাউডি রাঠোর ২–এর জন্য। প্রযোজক শবিনা খান, সঞ্জয় লীলা বনশালি আর খ্যাতনামা লেখক ভি. বিজয়েন্দ্র প্রসাদ প্রায় তিন বছর ধরে পরিশ্রম করলেন সিক্যুয়েলের পরিকল্পনায়। কিন্তু রাইটস সংক্রান্ত জটিলতা আর ডিজনির অনাগ্রহে অবশেষে সেই স্বপ্ন ভেঙে যায়।

‘রাউডি রাঠৌর’ শুধু হিটই নয়, অক্ষয়কে আবারও ‘অ্যাকশন হিরো’ হিসাবে প্রতিষ্ঠা করেছিল। সেই সময় তিনি মূলত কমেডি আর পরিবারকেন্দ্রিক ছবি করছিলেন।  ছবিটি ছিল তেলুগু সুপারহিট ‘বিক্রমার্কুডু’ র রিমেক। দক্ষিণী সিনেমার গল্পে বলিউডি রঙ মিশিয়ে মাতিয়ে দেওয়া হয়েছিল দর্শককে।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় আজও দর্শকদের মুগ্ধ করছেন তাঁর অভিনয়, শৃঙ্খলা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে। একদিকে তিনি ফিটনেস আইকন, অন্যদিকে অ্যাকশন হিরো—এই দুই পরিচয়ের মেলবন্ধনেই গড়ে উঠেছে তাঁর অটুট জনপ্রিয়তা। বিগত দু’বছরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘সিংহম এগেইন’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘স্কাই ফোর্স’—সব ছবিই তাঁর অ্যাকশন-হিরো সত্তাকে নতুন করে পর্দায় নিয়ে এসেছে। অক্ষয়ের আসন্ন ছবি জলি এলএলবি ৩–কে ঘিরে ইতিমধ্যেই আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে, ছবিটি বিচারব্যবস্থাকে অসম্মান করেছে।

‘রাউডি রাঠৌর’  আজও অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় ছবিষ “ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান”—এই সংলাপ দিয়ে দর্শকের মনে আরও একবার জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। ছবিতে তাঁর মজার সংলাপ, অ্যাকশন দৃশ্য আজও ভক্তদের নস্টালজিয়ার ঝড় তোলে।
বহুল প্রতীক্ষিত ‘রাউডি রাঠৌর ২’ যদিও শেষ পর্যন্ত বাতিল হয়েছে, তবুও অক্ষয়ের প্রতি দর্শকদের ভালোবাসা কমেনি একচুলও।  বরং ভক্তরা আশায় রয়েছেন, তিনি ভবিষ্যতে আরও নতুন চরিত্র এবং শক্তিশালী গল্প দিয়ে তাঁদের চমকে দেবেন।