জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শরদ মালহোত্রা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি জানান, এক ভক্ত তাঁকে উপহার হিসাবে পাঠিয়েছিলেন একটি তোয়ালে, যার ওপর রক্ত দিয়ে লেখা ছিল ‘আই লাভ ইউ।’ এক সাক্ষাৎকারে শরদ জানান, ঘটনাটি ঘটেছিল তাঁর অভিনয়জীবনের একেবারে শুরুর দিকে। এবং এই অভিজ্ঞতা তাঁকে সত্যিই আতঙ্কিত করেছিল। অনুরাগীর ভালাবাসাই যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল তাঁর কাছে।
শরদ বলেন, “এটা অনেক বছর আগের কথা। আমি যখন আমার প্রথম ধারাবাহিক করছিলাম, সেই সময়ের। এক রাতে শুটিং শেষে দেরি করে বাড়ি ফিরেছিলাম। সিকিউরিটি গার্ড একটি প্যাকেট দিয়ে বললেন, সেটি আমার জন্য এসেছে। ঘরে এসে প্যাকেট খুলে দেখি, ভিতরে একটি তোয়ালে, যার উপর লাল রঙে লেখা ‘আই লাভ ইউ’। প্রথমে ভেবেছিলাম এটা রং, কিন্তু খুব অদ্ভুত একটা লাল ছিল, যা রঙের মতো লাগছিল না। তখনও বুঝিনি, ওটা আসলে কী।”
এর কিছুদিন পরই অভিনেতা ফেসবুকে ওই ভক্তের কাছ থেকে একটি বার্তা পান। শরদের কথায়, ‘সেই সময় আমি ফেসবুক বেশ ব্যবহার করতাম। একদিন দেখি, ওই ব্যক্তির কাছ থেকে মেসেজ এসেছে— ‘কেমন লাগল আমার রক্তের ত্যাগ?’ তখনই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আমি তাকে ব্লক করি। আমি সকলকে অনুরোধ করব, নিজের রক্ত নষ্ট করবেন না— এটা অমূল্য। আমি আমার ভক্তদের ভালবাসি, কিন্তু এমন চরম কিছু করে ভালবাসা প্রকাশ করা কখনওই ঠিক নয়।”
শরদ ২০০৪ সালে ‘প্রিন্সেস ডলি অউর উসকা ম্যাজিক ব্যাগ ’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক করেন। এরপর ‘বনু মেঁ তেরি দুলহান’এ সাগরপ্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান। পরবর্তীতে তিনি ‘ভারত কা বীর পুত্র– মহারানা প্রতাপ’, ‘কসম তেরে প্যর কি’, ‘মুস্কান ’ও ‘নাগিন ৫’এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেন। ছোটপর্দায় তাঁর জনপ্রিয়তা দেখার মতো।
২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবিক মাধ্যমে বলিউডে পা রাখেন শরদ। এরপর তিনি ‘মাই ফাদার গডফাদার’ ও ‘এক তেরা সাথ’এ অভিনয় করেন। পাশাপাশি ‘কমেডি নাইটস বাঁচাও’, ‘ইয়ে হ্যায় জলওয়া ’ এবং ‘নাচলে ভে’র মতো রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছেন তিনি।
আজও শরদ তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। তবে ভক্তের সেই অস্বাভাবিক উপহার পাওয়ার ঘটনা এখনও তাঁর স্মৃতিতে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে রয়ে গিয়েছে।
