আজকাল ওয়েবডেস্ক: আইপিএল মেগা নিলামের আগে নিজের দক্ষতা দেখালেন মার্কো ইয়ানসেন। জেদ্দায় হতে চলা আইপিএলের মেগা নিলামে তাঁর দর চড়তে পারে। 

ম্যাচ যখন দক্ষিণ আফ্রিকা শিবিরের প্রায় হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই ব্যাট  হাতে ইয়ানসেনের আগমন। শেষমেশ দক্ষিণ আফ্রিকা ১১ রানে ম্যাচ পরাস্ত হল ঠিকই কিন্তু ইয়ানসেন না থাকলে ভারতের ২১৯ রানের কাছাকাছিও পৌঁছতে পারত না প্রোটিয়া ব্রিগেড। 

মাত্র ১৭ বলে ৫৪ রান করেন ইয়ানসেন। ভারতের বিরুদ্ধে নতুন নজির গড়েন তিনি। ১৬ বলে পঞ্চাশ করে দ্রুততম অর্ধশত রান করেন প্রোটিয়া ক্রিকেটার। চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। ইয়ানসেনের বিস্ফোরক ব্যাটিং ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছিল। শেষ ওভারে অর্শদীপ সিং মাথা ঠান্ডা রেখে ভারতকে জিতিয়ে দেন। 

ইয়ানসেনের মারমুখী ব্যাটিং দেখে ডেল স্টেইন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মার্কো ইয়ানসেন। দশ কোটির প্লেয়ার।'' 

 

?ref_src=twsrc%5Etfw">November 13, 2024

সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে ইয়ানসেনকে। নিলামে প্রোটিয়া তারকাকে নেওয়ার জন্য ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো একথা বলে দেওয়াই যায়।  

এই মুহূর্তে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১-এ এগিয়ে রয়েছে। শেষ ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরানোর মরিয়া একটা চেষ্টা করবে প্রোটিয়া ব্রিগেড। তবে ভারত আরও শক্তিশালী হয়ে নামার অঙ্গীকার করছে ওয়ান্ডারার্সে। সেঞ্চুরিয়নে ভারত সর্বোচ্চ টি-টোয়েন্টি রান করার রেকর্ড গড়েছে। ভেঙে দিয়েছে ১৭ বছর আগের রেকর্ড। সৌজন্যে তিলক বার্মা। ওয়ান্ডারার্সে তিলক কী করেন সেটাই দেখতে চান ভারতের ভক্তরা।