আজকাল ওয়েবডেস্ক: খুব সম্ভবত শেষ বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলে ফেললেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তৃতীয় ওয়ানডে জেতার পরে রোহিত সেই কথাই জানিয়েছেন। বলেছেন, খুব সম্ভবত আমার আর কোহলির এটাই শেষ সফর।
এদিকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকাররা পর্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাঁরা প্রায় কেঁদেই ফেললেন। আরেক ধারাভাষ্যকার বলেন, ''অস্ট্রেলিয়ায় বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ রাত। কোহলি ও রোহিতের রাত এটা। রোহিত ১২১ রানে অপরাজিত। কোহলি ৭৪ রানে অপরাজিত। ভারত ন'উইকেটে ম্যাচ জিতল।'' শেষ বলটা হওয়ার পরে কাঁদতে দেখা যায় এক ধারাভাষ্যকারকে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ক্রমাগত বাদ পড়ায় রক্তাক্ত রাহানে, 'কিছু অবাঞ্চিত মানুষ...', কাদের দিকে আঙুল তুললেন তারকা ক্রিকেটার?
অস্ট্রেলিয়ায় সফর করতে আর আসবেন কিনা জানেন না রোহিত শর্মা। হয়তো এটাই বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ সফর।
শেষ সফরে ঝলক দেখিয়ে গেলেন রোহিত ও কোহলি। প্রথম দুটো ওয়ানডে-তে কোহলির ব্যাট গর্জে ওঠেনি। খাতাই খুলতে পারেননি তিনি। তৃতীয় ওয়ানডেতে কোহলি ফিরে পেলেন তাঁর টাচ। তাঁর ছন্দ।
It was Rohit Sharma and Virat Kohli’s last match in Australia, and one of the commentators started crying when they played the final ball... ????pic.twitter.com/8b78UZ4SPo
— Selfless⁴⁵ (@SelflessCricket)Tweet by @SelflessCricket
রোহিত শর্মাও প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে রোহিত রানে ফেরেন। তৃতীয় ম্যাচে তো সে়ঞ্চুরি হাঁকিয়ে রোহিত সপ্তম স্বর্গে বিচরণ করছেন।
এহেন রোহিত অ্যাডাম গিলক্রিস্ট ও রোহিত শর্মাকে বললেন, ''আমি এখানে খেলতে পছন্দ করি। এখানে আসতে পছন্দ করি। ২০০৮ সালের দারুণ সব মুহূর্ত মনে রয়েছে। অস্ট্রেলিয়ায় আর আসব কিনা আমার জানা নেই। তবে এই কয়েক বছরে এখানে খেলে মজা পেয়েছি। খারাপ মুহূর্ত এসেছে আবার ভাল মুহূর্তও রয়েছে এখানে। দিনের শেষে এখানে যে ক্রিকেট খেলেছি, সেটাই স্মৃতিতে নিয়ে ফেরত যাচ্ছি।'' এহেন রোহিত অ্যাডাম গিলক্রিস্ট ও রোহিত শর্মাকে বললেন, ''আমি এখানে খেলতে পছন্দ করি। এখানে আসতে পছন্দ করি। ২০০৮ সালের দারুণ সব মুহূর্ত মনে রয়েছে। অস্ট্রেলিয়ায় আর আসব কিনা আমার জানা নেই। তবে এই কয়েক বছরে এখানে খেলে মজা পেয়েছি। খারাপ মুহূর্ত এসেছে আবার ভাল মুহূর্তও রয়েছে এখানে। দিনের শেষে এখানে যে ক্রিকেট খেলেছি, সেটাই স্মৃতিতে নিয়ে ফেরত যাচ্ছি।''
আরও পড়ুন: ছুটছেন রোনাল্ডো, ৯৫০ গোল করে এগোচ্ছেন লক্ষ্যের দিকে
