আজকাল ওয়েবডেস্ক: কোপা দেল রে-র ফাইনাল ছিল থ্রিলার। পাঁচ গোলের থ্রিলার জেতে বার্সেলোনা। খেতাব জেতেন ইয়ামালরা। রিয়ালকে হারিয়ে কোপা দেল রে জেতার পরে খবর ছড়াল, আর্জেন্টাইন বিশ্বজয়ীকেদলে নিতে আগ্রহী বার্সেলোনা।
হুলিয়ান আলভারেজ দৃষ্টি আকর্ষণ করেছেন বার্সার। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার খবর অনুযায়ী, বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে। এরই মধ্যেই আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের নাম ভাসছে বার্সায়।
আলভারেজ চলতি মরশুমে লা লিগায় ২৭টি গোল করেছেন। মার্কার প্রতিবেদন অনুযায়ী, আলভারেজের পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে বার্সার। লেভানডস্কি তাঁর কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। ফলে ভবিষ্যতের জন্য একজন স্ট্রাইকার দরকার।
অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন আলভারেজ। বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল,পেদ্রিদের সঙ্গে আলভারেজ যুক্ত হলে বার্সা আরও ফুল ফোটাবে বলেই বিশ্বাস সবার।
তবে আলভারেজকে অ্যাটলেটিকো মাদ্রিদ কি ছাড়বে? দিয়েগো সিমিওনের কোচিংয়ে আলভারেজ পুরোদস্তুর তারকা হয়ে উঠেছেন। বার্সার নির্বাচনকে সামনে রেখে আলভারেজকে এখন দলে নিতে চাইছে বার্সেলোনা।
