আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ড সফরের দল ঘোষণা করল ভারত। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল যাবে ইংল্যান্ড সফরে। ২৪ জুন থেকে শুরু হবে সিরিজ। জুনিয়র দলের অধিনায়ক করা হয়েছে আয়ূষ মাত্রেকে। দলে আছেন ১৪ বছরের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী।


পুরো দলটা এরকম:‌ আয়ূষ মাত্রে (‌অধিনায়ক)‌, বৈভব সূর্যবংশী, ভিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভডা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (‌সহ অধিনায়ক ও উইকেটরক্ষক)‌, হরবংশ সিং (‌উইকেটরক্ষক)‌, আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ ইনান, আদিত্য রানা, আনমোলজিৎ সিং। 


স্ট্যান্ডবাই রাখা হয়েছে নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি, অলঙ্কৃত রাপোলেকে (‌উইকেটরক্ষক)‌। 


২৪ জুন ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে পাঁচ ম্যাচের ইয়ুথ একদিনের সিরিজ। তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৭ জুন (‌হোভ)‌, ৩০ জুন ও ২ জুলাই (‌নর্দাম্পটন)‌। বাকি দুটি ম্যাচ হবে উরচেস্টারে ৫ ও ৭ জুলাই। এরপর দুটি মাল্টি ডে লাল বলের ম্যাচ রয়েছে। প্রথমটি ১২ জুলাই থেকে হবে বেকেনহ্যামে। অপরটি ২০ জুলাই থেকে শুরু হবে চেমসফোর্ডে।


অনূর্ধ্ব দলে রয়েছেন দুই আইপিএল খেলা ক্রিকেটার। আয়ূষ মাত্রে ও বৈভব সূর্যবংশী। তার মধ্যে মাত্রে আবার অধিনায়ক। সূর্যবংশী রাজস্থানের হয়ে সাত ইনিংসে করেছে ২৫২। আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নজিরও গড়েছে সে। রয়েছে অর্ধশতরানও। অন্যদিকে নিলামে অবিক্রিত থাকলেও চোটের জন্য রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় মাত্রেকে দলে নেয় চেন্নাই। ৬ ইনিংসে তিনি করেছেন ২০৬। সর্বোচ্চ ৯৪।


এছাড়াও দলে আছেন বাংলার ক্রিকেটার যুধাজিৎ গুহ। টাউনের ক্রিকেটার তিনি।