আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির অজুহাতে আইপিএল ফাইনাল সরে গিয়েছিল কলকাতা থেকে। ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল ফাইনালের। সেই ম্যাচ চলে যায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
এবার যে খবর প্রকাশ্যে এল তাতে কলকাতা ও দিল্লির মধ্যে টেস্ট ম্যাচ অদলবদল হবে বলে জানা গিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
ইডেনের ম্যাচ যাবে দিল্লিতে। তার পরিবর্তে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে একটা ম্যাচ চলে আসবে কলকাতায়।
১৪-১৮ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের বল গড়ানোর কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সেই ম্যাচটাই হবে ইডেনে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্র সর্বভারতীয় এক সংবাদ মাধ্য়মকে বলেছেন, ''অক্টোবরের ১০-১৪ অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটাই হওয়ার কথা ছিল ইডেনে। নভেম্বরের ১৪-১৮ ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট হবে ইডেনে।
বোর্ডের এক আধিকারিক বলেন, “১০ থেকে ১৪ অগস্ট ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল ইডেনে। সেই টেস্ট দিল্লিতে হবে। তার বদলে ১৪-১৮ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট দিল্লি থেকে ইডেনে সরবে। বছরের ওই সময়ে দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যায়। এই দূষণের থেকে খেলোয়াড়দের বাঁচানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''
