আজকাল ওয়েবডেস্ক: তাঁরা চিরকাল প্রতিপক্ষই থেকে গেলেন। একই দলের হয়ে খেলা আর হল না। এবার হয়তো ফুটবলপাগলদের সেই আক্ষেপ মিটতে চলেছে। মেসি ও রোনাল্ডো একই দলের জার্সি পিঠে চাপিয়ে খেলবেন। আর সেটা হবে আর্জেন্টাইন মহাতারকা কার্লোস তেভেজের ফেয়ারওয়েল ম্যাচে। 

২০০৫ থেকে ১০ বছর মেসির সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন তেভেজ। রোনাল্ডোর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন বছর দুয়েক। সেই তেভেজেরই বিদায়ী ম্যাচে একই দলের হয়ে খেলতে দেখা যাবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকাকে। একই দলের জার্সিতে খেলবেন তাঁরা। এই প্রথমবার হয়তো। 

২০০১-এ শুরু করেন তেভেজ। শেষ করেন ২০২১ সালে।  চার বছর আগে অবসর নিলেও তেভেজ খেলতে চান বিদায়ী ম্যাচ। সেই ম্যাচ প্রসঙ্গে তেভেজ এক সাক্ষাৎকারে বলেন, '' মেসি ও রোনাল্ডোকে আনব। আমিই ওদের আনব। ওদের হোয়াটসঅ্যাপে বলে রেখেছি।'' 

তাঁর ফেয়ারওয়েল ম্যাচে দেখা যেতে পারে একাধিক তারকাকে। তেভেজ বলেন, ''ভ্যান ডার সার থাকবে একদিকে। অন্যদিকে বুফোঁ।  সেন্টার ব্যাকে রিও ফার্দিনান্দ ও ভিদিচ। চিয়েলিনি ও বোনুচ্চিকেও আনব। আমার ভাই এভ্রা থাকবে। এছাড়াও পিরলো,পল স্কোলস, রিকলমে আর রুনি  খেলবে।'' 

ফলে তেভেজের বিদায়ী ম্যাচে তারকাদের মেলা। তবে সবচেয়ে বড় আকর্ষণ মেসি ও রোনাল্ডো। তাঁরা যে খেলবেন একই দলে। তবে ম্যাচের দিনক্ষণ অবশ্য ঠিক হয়নি এখনও।