আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানকে মাটি ধরিয়েই পেয়েছিলেন সুখবর অস্কার-ইরার ঘর আলো করে এসেছিল ছোট্ট এক দুগ্গা। তার নাম উমা। আজ শনিবার মহাপঞ্চমীর দিন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ জানালেন, তাঁর ছোট্ট কন্যার নাম উমা। চলতি বছরের ৮ নভেম্বর দু'বছর হবে তার।

ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল হাতে নেওয়ার আগে স্প্যানিশ মায়েস্ত্রো বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে ছিলেন। সেই ক্লাবকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়ে অস্কার এখন লাল-হলুদের হেডস্যর। 

আরও পড়ুন: 'ভারতের বিরুদ্ধে কেউ বললে...', এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ক্ষুব্ধ যোগরাজের ...

কলকাতায় এখন জনজোয়ার। এই চতুর্থীতেই অষ্টমীর আমেজ শহর জুড়ে। পুজোর স্বাদ-গন্ধ ছুঁয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলকেও। কসবা রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজোয় শনিবার উপস্থিত লাল-হলুদ কোচ অস্কার, মাঝমাঠের ভরসা মিগুয়েল, সল ক্রেসপো এবং রক্ষণের স্তম্ভ কেভিন সিবিয়ে। এই পুজোর প্রতিমা ইমামির আটা দিয়ে তৈরি। সবটাই ১০০ শতাংশ আটা এবং পাথরের মাটি দিয়ে তৈরি। সেখানেই অস্কার খবরের ভিতরের এক খবর দিলেন। বললেন, ''দেবী দুর্গার নাম থেকে আমার মেয়ে উমার নাম রাখা হয়েছে। ফলে এই পুজো, এই উৎসব আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই।'' 

আসন্ন সুপার কাপের জন্য কঠিন প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। এরই মধ্যে সুপার কাপের ক্রীড়াসূচি প্রকাশিত হয়ে গিয়েছে। একই গ্রুপে রয়েছে কলকাতার দুই বটবৃক্ষ ক্লাব। ইস্ট-মোহনের লড়াই দেখা যাবে সুপার কাপের গ্রুপ পর্বে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ডার্বিতে এগিয়ে ২-০-এ।

বাংলাদেশের সবুজ ঘাসে ছড়িয়ে রয়েছে অস্কার-রূপকথা। তাঁর মিডাস টাচের কথা এখনও টাটকা সেদেশের ফুটবলভক্তদের স্মৃতিতে। এএফসি কাপে মোহনবাগানকে ১-২ গোলে হারানোর পরের দিনই অস্কারের কোল আলো করে আসে ছোট্ট উমা।

২০২৩-এর ৭ নভেম্বর রবসনমিগুয়েলের গোলে বসুন্ধরা কিংস ঘরের মাঠে হারিয়েছিল মোহনবাগানকে। যদিও লিস্টনের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন। কিন্তু অস্কার-কৌশলে ও দুই ব্রাজিলীয় তারকার ম্যাজিকে ম্যাচ পকেটস্থ করে ফেলে বসুন্ধরামিগুয়েলরবসনের জার্সির রং বদলেছে এখন। মিগুয়েল চলে এসেছেন লাল-হলুদে। আর রবসন মোহনবাগানেদলবদলের আগে দুই তারকা ব্রাজিলীয় মিলে ফুল ফুটিয়েছেন বসুন্ধরায়

বাংলাদেশে ফোন ঘুরিয়ে জানা গেল পুরনো কথা। মোহনবাগানকে হারিয়ে উঠেই অস্কার স্পেন যাওয়ার বিমানে উঠে পড়েনমাদ্রিদে নামার আগেই ভূমিষ্ঠ হয় উমা। ক্যালেন্ডারের পাতা ততক্ষণে ৮ নভেম্বর। 

মোহনবাগানের বিরুদ্ধে এএফসি কাপে খেলতে নামার টেনশন, সেই সঙ্গে পিতৃত্বের প্রথম স্বাদ পাওয়ার অনুভূতি-- অল্প কিছু সময়ের মধ্যেই অস্কারের হৃদয়ে এক অনুভূতি থেকে অন্য অনুভূতি পেন্ডুলামের মতো যেন দুলছিলবসুন্ধরার কোচ হয়ে বাংলাদেশে যাওয়ার আগে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার কোচ ছিলেন অস্কার ব্রুজোঁ। তাঁর স্ত্রী ইরা-র সঙ্গে এই দেশেই প্রথম সাক্ষাৎ। 

কন্য সন্তানের ভারতীয় নাম রাখবেন বলে স্থির করেছিলেন তাঁরা। উমা নামটাই পছন্দ হয় অস্কার ও ইরার। এই নামের আসল অর্থ পরে জানতে পারেন। মা দুর্গার অপর নাম যে উমা।অনেক বিদেশিরাই তাঁদের সন্তানদের ভারতীয় নাম রাখেন। মহমেডান স্পোর্টিংয়ে সদ্য খেলে যাওয়া আর্জেন্টাইন ফুটবলার অ্যালেক্সিজ গোমেজ তাঁর সদ্যোজাত কন্যার নাম রেখেছেন ইন্দিরা। ইউনাইটেড স্পোর্টসের কোস্তারিকান বিশ্বকাপার কার্লোস হার্নান্দেজের মেয়ের নাম ছিল লক্ষ্মী।

কে বলল দুর্গা পুজো কেবলই বাঙালিরবিশ্বায়নের যুগে এই পুজো সবার। সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির মানুষ অস্কার ব্রুজোঁও মা দুগ্গার নামেই নাম রেখেছেন কন্যার। এখানেই দুর্গাপুজোর সার্থকতা। 

আরও পড়ুন: মেগা ফাইনালের আগে এই তারকাকে দলে ফেরাতে চেয়েছিল পাকিস্তান, অদ্ভুত দাবি পাক মিডিয়ার