আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ডার্বি জয়। ছোটদের বড় ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে আরএফডিএলের ডার্বি ২-১ গোলে জিতল লাল হলুদ। গোল করেন আরোমল এমকে এবং শ্যামল বেসরা। কয়েকদিন আগেই নৌহাটিতে অনূর্ধ্ব-২১ ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল মোহনবাগান। এদিন তার বদলা নিল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৩৪ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন আরোমল। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল লাল হলুদ। ৭২ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান শ্যামল বেসরা।‌ মোহনবাগানের হয়ে ব্যবধান কমান পি তামাং। এরপরও আক্রমণ বজায় রাখে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙতে পারেনি। বল পজেশন বাগানের একটু বেশি থাকলেও এদিন ভাল খেলে ইস্টবেঙ্গলের জুনিয়ররা। ম্যাচের টেম্পো হাই ছিল। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। যার উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। জুনিয়রদের হলেও, একেবারে ডার্বির মেজাজ ব্যারাকপুরে। 

এদিনের ম্যাচ ধরে চলতি মরশুমে সিনিয়র এবং বয়সভিত্তিক লিগ মিলিয়ে মোট ১৩টি ডার্বি হয়েছে। তারমধ্যে ৯টি জিতেছে মোহনবাগান। দুটো ড্র হয়েছে। দুটো ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। সম্প্রতি বড়দের হোক বা ছোটদের, ডার্বির রং সবুজ মেরুন হয়ে গিয়েছিল। অনায়াসে একের পর এক বড় ম্যাচ জেতে মোহনবাগান। অবশেষে নয় ডার্বি জেতার পর ইস্টবেঙ্গলের কাছে হার। অন্যদিকে একদিন আগেই আইএসএলে প্রথমবার কলকাতা ডার্বি জেতে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। মহমেডানকে হারায় লাল হলুদ ব্রিগেড। সিনিয়রদের পর এবার ডার্বি জয়ের সরণিতে ইস্টবেঙ্গলের জুনিয়ররাও।