আজকাল ওয়েবডেস্ক: পঞ্চবাণে বিদ্ধ ইস্টবেঙ্গল। আইএসএলের শুরুতেই টানা পাঁচ হার। ৫ ম্যাচে পয়েন্টের খাতা শূন্য। এরপরও প্রত্যাবর্তনের আশা ছাড়ছেন না অস্কার ব্রুজো। দাবি, এখনও সুপার সিক্সের আশা শেষ হয়ে যায়নি। অস্কার বলেন, 'আমাদের এখনও প্রত্যাবর্তন করার ক্ষমতা আছে। আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি। টপ সিক্স এখনও খোলা আছে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমার বিশ্বাস, আমরা এখনও প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারি। দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে।' ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার আগে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় অস্কারকে।