আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৭ বছর বয়সে জাপান থেকে উড়ে গিয়েছিলেন স্পেনে। প্রথম জাপানি ফুটবলার হিসেবে খেলেন স্পেনের সেভিয়াতে। বুলফাইটিংয়ের দেশে প্রথম যখন যান, তখন স্প্যানিশ জানতেন না। ট্রান্সলেটর নিয়ে ঘুরতেন।
এহেন ফুটবলারটি যখন অ্যাডিলেডের ক্লাবে খেলার প্রস্তাব পান তখন সার্চইঞ্জিনে জানতে চেয়েছিলেন অ্যাডিলেডটা ঠিক কোথায়? এহেন জাপানি ফুটবলারটিই আবার উল্টো শর্টস পরে খেলতে নেমে পড়েছিলেন। অর্থাৎ শর্টসের যেখানে সংশ্লিষ্ট ফুটবলারের নম্বর লেখা থাকে, সেটাই চলে গিয়েছিল পিছন দিকে। তাঁর কোচ ভুল ধরিয়ে দিয়েছিলেন ড্রিঙ্কস ব্রেকের সময়ে।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেরই কৌতূহল বাড়তে পারে। প্রশ্ন জাগতে পারে কে ইনি? তাঁর নাম হিরোশি ইবোসুকি। ইস্টবেঙ্গলের নজরে এই জাপানি ফুটবলার। সব ঠিকঠাক থাকলে তাঁর পিঠেই হয়তো উঠতে চলেছে লাল-হলুদ জার্সি।
আরও পড়ুন: ওমান ম্যাচে বিশ্রামে বুমরা? আর কী কী বদল হতে পারে প্রথম একাদশে জানুন ...
দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। গ্রিক তারকা যোগ দিয়েছেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলে। এই শূন্যস্থান ভরাট করার জন্যই ইস্টবেঙ্গল খোঁজ করছে বিদেশি স্ট্রাইকারের। জাপানি ফুটবলারের বায়োডেটা পছন্দ হয়েছে। সব ঠিকঠাক থাকলে হিরোশিকে সুপার কাপের আগেই শহরে আনার চেষ্টা করা হবে। যাতে তিনি সুপার কাপে নামতে পারেন।
স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন তিনি। এ লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৪ বছরের স্ট্রাইকারের। এবার কলকাতার ইস্টবেঙ্গলে খেলতে আসবেন শুনে হয়তো সার্চইঞ্জিনে কলাকাতা শহর নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন তিনি। তবে তাঁর আগমনের বার্তা পাওয়ার পর থেকেই অনেক ভক্তের মনে প্রশ্ন, ''হিরোশি কি দিমির থেকেও ভাল? কারণ দিমি তো টপ ক্লাস ছিল।''
ইস্টবেঙ্গলের সঙ্গে দিমির গোল্ডেন হ্যান্ডশেকের খবর আলোড়ন সৃষ্টি করেছিল কলকাতা ময়দানে। ডুরান্ড কাপের ডার্বিতে জোড়া গোল করে নায়ক বনে গিয়েছিলেন তিনি। সেই তিনিই আবার ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গোলের পর গোল নষ্ট করে বসেন। ইস্টবেঙ্গল ফাইনালে আর উঠতে পারেনি।
তার পরই লাল-হলুদের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন হয় দিয়ামান্তাকোসের। যাঁকে দলে আনার জন্য সবাই উদ্যোগী হয়েছিলেন, সেই গ্রিক স্ট্রাইকারকে ছেড়ে দিতে বেশি সময় খরচ করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিষয়টা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়। ইস্টবেঙ্গলের ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার পর্যন্ত বলেন, ''দিমিকে যে ছাড়া হয়েছে, তা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি।''
হিরোশি এখনও লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে পা রাখেননি। এমনকী লাল-হলুদ ক্লাবের তরফ থেকেও তাঁর আসার খবর জানানো হয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত। তবে হিরোশিকে নিয়ে যে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একপ্রকার উন্মাদনা তৈরি হয়ে গিয়েছে বলাই যায়।
আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন ফাইনালে নীরজ, প্রথম থ্রোয়েই বাজিমাত ...
