আজকাল ওয়েবডেস্ক: যাই ঘটে থাকুক, অস্কার ব্রজোঁই দলের নেতা। অস্কার ব্রুজোঁর হাতেই দলের রিমোট কন্ট্রোল। বুধবার সাংবাদিক বৈঠকে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
গত দু'দিন ধরে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী ও অস্কার ব্রুজোঁকে নিয়ে তোলপাড় সংবাদমাধ্যম, সমাজমাধ্যম। লাল-হলুদে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: 'ভেবেছিলাম টিভির কালারেই যত সমস্যা, পরে বুঝতে পারি পিচই আসলে কালো', আকিল হোসেনের কথায় হাসির রোল
স্প্যানিশ কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে গোয়া থেকে কলকাতায় ফিরে আসেন সন্দীপ নন্দী। তার পরই অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়। প্রাক্তন প্লেয়াররা জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রবল চর্চা। সন্দীপ নন্দী বিস্ফোরণ ঘটিয়েছেন অস্কারের বিরুদ্ধে। ইমামি কর্তা আদিত্য আগরওয়াল দেশের প্রাক্তন গোলকিপারকে কটাক্ষ করেছেন। ইমামি কর্তা বলেন, ''দেশের অন্যতম সেরা গোলকিপারকে তোপ দেগে বলেছেন, ''সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকবে, তবে ও আগে বলেনি কেন?'' সন্দীপের সরে যাওয়া দলের উপরে প্রভাব ফেলবে না বলে মনে করেন আদিত্য। তিনি বলেছেন, ''আমাদের ফুটবলাররা মানসিকভাবে অনেক শক্তিশালী, সন্দীপের এই বিতর্কিত ঘটনার প্রভাব দলের উপর পড়বে বলে মনে হয় না আমার।''
দেবব্রত সরকার সেই ঘটনার উল্লেখ না করে বলছেন, ''যাই ঘটে থাকুক না কেন, এখন আমাদের একটাই লক্ষ্য। সেটা সুপার কাপ। বহুদিন পরে ইস্টবেঙ্গল আবার প্রাধান্য বজায় রেখে খেলতে শুরু করেছে। গত ম্যাচটাও আধিপত্য নিয়েই খেলেছে। কিন্তু ম্যাচটা আমরা হেরে যাই ভাগ্য সহায় না হওয়ায়। আশা করা যায় সুপার কাপে সেই দুর্ভাগ্য কেটে যাবে।''
সন্দীপ নন্দীর অসম্মানের প্রেক্ষিতে প্রাক্তন ফুটবলাররা সোচ্চার হয়েছেন। তাঁরা এসে দাঁড়িয়েছেন প্রাক্তন গোলকিপারের পাশে। এমতাবস্থায় লাল-হলুদের শীর্ষকর্তা প্রাক্তন ফুটবলারদের কাছে অনুরোধ করেছেন তাঁরা যেন সংবাদ মাধ্যমে কোনও বিবৃতি না দিয়ে সরাসরি ক্লাবকে বলেন। আপাতত দিকভ্রান্ত হতে চায় না ইস্টবেঙ্গল। পাখির চোখ একটাই। সুপার কাপ।
২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। গোয়ায় প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ শিবির। দেবব্রত সরকার বলছেন, ''আগেও বলেছি, এখনও বলছি। কোচের উপরে আমাদের আস্থা ছিল। আস্থা আছে, আস্থা থাকবে। অস্কারের হাতেই টিম। তিনি যা করবেন সেটাই ফাইনাল। আমরা বিশ্বাস রাখি, অস্কার আমাদের সাফল্য এনে দিতে পারবেন।''
সুপার কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ৩১ অক্টোবর সুপার কাপে দেখা যাবে ডার্বি। সবার নজরে এখন ইস্টবেঙ্গল। দুঃসময় কাটিয়ে সুসময় ইস্টবেঙ্গলে ফেরে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন: পাক হামলাতেই নিহত তিন আফগান ক্রিকেটার, প্রমাণ আছে জানাল আফগান ক্রিকেট বোর্ড ...
