আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে নিজের স্নেহভাজন ভাবতেন এন শ্রীনিবাসন। হয়তো আরও অনেক কিছু।
এহেন শ্রীনিবাসন একসময়ে মহিলাদের ক্রিকেট নিয়ে বলেছিলেন, ''আমার হাতে যদি ক্ষমতা থাকত, তাহলে মহিলাদের ক্রিকেটটাই বন্ধ করে দিতাম। মহিলাদের ক্রিকেট খেলার দরকারই নেই। আইসিসি নিয়মে রয়েছে বলেই আমরা মহিলাদের ক্রিকেট চালাচ্ছি।''
আজ রবিবার ভারতের মহিলা দল বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে কিছুক্ষণ পরেই। তার আগে শ্রীনির এহেন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আবার ঘুরছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি শ্রীনির এহেন মন্তব্য নিয়ে এখন তুমুল চর্চা হচ্ছে।
সেই বোর্ড সভাপতিকে জবাব দিতে আর এক ম্যাচ বাকি হরমনপ্রীতদের। আগের দু' বার হয়নি। তৃতীয়বারে কি সফল হবে?
২০০৫, ২০১৭ ফাইনালে পৌঁছেও স্বপ্ন ভেঙেছে ভারতের মহিলা দলের। আগের দুবার স্বপ্ন ভেঙেছে। এবার আর ব্যর্থতা চায় না দেশ।
এই ২০২৫-এ হরমনপ্রীত, জেমিমাদের হাতে ট্রফি দেখতে চান সমর্থকরা। হারের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মহিলা ক্রিকেটাররা। শাপমুক্তি হবে অবশেষে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত তূরীয় মেজাজে রয়েছে। ফাইনালে দেশের মানুষের সমর্থন পাবেন হরমনপ্রীতরা।
রিজার্ভ-হীন কামরায় সওয়ার হওয়া, মেঝেতে শুয়ে রাত কাটানো...মহিলা ক্রিকেট দল এরকম কত কঠিন পথ পেরিয়ে তবে আজকের এই মহান সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
টিকিটের দাম চড়া। আকাশছুঁয়েছে দাম। নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম দেড় লক্ষ টাকা ছাড়িয়েছে বলেই খবর। নীল সামিয়ানা সর্বত্র। স্বপ্নের রং বুঝি আজ নীল।
শ্রীনিবাসনকে মোক্ষম জবাব দেওয়ার সুযোগ আজ হরমনপ্রীতদের সামনে।
