আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর গোল্ডেন হ্যান্ডশেকের খবর আলোড়ন সৃষ্টি করেছিল কলকাতা ময়দানে। ডুরান্ড কাপের ডার্বিতে জোড়া গোল করে নায়ক বনে গিয়েছিলেন তিনি। সেই তিনিই আবার ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গোলের পর গোল নষ্ট করে বসেন। ইস্টবেঙ্গল ফাইনালে আর উঠতে পারেনি।
তার পরই লাল-হলুদের সঙ্গে সম্পর্কচ্ছিন্ন হয় দিয়ামান্তাকোসের। যাঁকে দলে আনার জন্য সবাই উদ্যোগী হয়েছিলেন, সেই গ্রিক স্ট্রাইকারকে ছেড়ে দিতে বেশি সময় খরচ করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বিষয়টা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়। ইস্টবেঙ্গলের ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার পর্যন্ত বলেন, ''দিমিকে যে ছাড়া হয়েছে, তা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি।''
আরও পড়ুন: ‘জানি না আমাকে ওর মনে আছে কিনা’, ইন্ডিয়া ম্যাচে আগে গিলের স্মৃতিচারণায় আমিরশাহির সিমরনজিত...
যাঁকে নিয়ে এত চর্চা সেই দিয়ামান্তাকোস খুঁজে পেয়েছেন নতুন ঠিকানা। কোথায় গেলেন গ্রিক তারকা? দিয়ামান্তাকোস সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল এফসি-তে সই করতে চলেছেন। আগামী বছরের মে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি।
কেরল ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিয়ামান্তাকোস। তদানীন্তন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ব্যক্তিগত ভাবে কথা বলেছিলেন গ্রিক তারকার সঙ্গে। স্প্যানিশ কোচ কুয়াদ্রাতের কথাতেই দিয়ামান্তাকোস এসেছিলেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। এদিকে কার্লেস কুয়াদ্রাত-জমানা শেষ হয়ে গিয়েছে আগেই। ইস্টবেঙ্গলে প্রাক্তন তিনি। দিমিকে হয়তো মরশুমের শুরুতেই ছেড়ে দিত ইস্টবেঙ্গল। কিন্তু সেই সময়ে চুক্তি সংক্রান্ত জটিলতার জন্য দিমিকে ছাড়া সম্ভব হয়নি। সময় নেওয়া হচ্ছিল।
গত মরশুমে দিমি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একাধিক গোল নষ্ট করেছিলেন। নতুন মরশুমেও তাঁর কাছ থেকে প্রত্যাশা বাড়ছিল। বিশেষ করে ডুরান্ড কাপের ডার্বির পরে। কিন্তু ডায়মন্ড হারবারের বিরুদ্ধে সেমিফাইনালে গ্রিক তারকা একাধিক গোল নষ্ট করে বসেন। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ অন্য কিছু ভেবে রেখেছিলেন। তিনি দিমিকে নিয়ে আর এগোতে চাননি। সেই কারণেই দিমিকে ছেঁটে ফেলে দেওয়া হল। সেই প্রত্যাশাপূরণ করতে পারেননি দিমি। তিনি সই করে ফেললেন নতুন ক্লাবে। কিন্তু তাঁর বিকল্প হিসেবে ইস্টবেঙ্গল এখনও কাউকে নেয়নি।
ইস্টবেঙ্গলের এখন একজন স্ট্রাইকার দরকার। মরোক্কান হামিদ আহদাদ রয়েছেন। তবে ডুরান্ড কাপে দেখা গিয়েছে তিনি ম্যাচ ফিট নন। ডার্বিতে ১৫ মিনিট মাঠে ছিলেন হামিদ আহদাদ। অস্কার তাঁকে তুলে নিতে বাধ্য হন। পরিবর্ত হিসেবে নেমেছিলেন দিয়ামান্তাকোস। অবশ্য মরশুমের শুরুতেই কিন্তু অস্কার ব্রুজোঁ স্থির করে ফেলেছিলেন তাঁর এগারো জনের দলে কোন চার জন বিদেশি খেলবেন। পরিবর্ত হিসেবে নামবেন দিমি, এটা একপ্রকার মরশুমের শুরুতেই স্থির হয়ে গিয়েছিল। ডুরান্ড কাপের পরে পরবর্তী টুর্নামেন্ট শুরু হতে হাতে কিছুক্ষণ সময় রয়েছে। দিয়ামান্তাকোসের পরিবর্তে ইস্টবেঙ্গল কাউকে নেয় কিনা, তা বলবে সময়।
আরও পড়ুন: নাইট শিবির ছাড়লেন কেন? শ্রেয়স আইয়ার মুখ খুললেন এতদিন পর
