আজকাল ওয়েবডেস্ক: দিমির বদলি পেয়ে গেল ইস্টবেঙ্গল। জাপানের স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে সই করিয়ে নিল লাল-হলুদ। 

ইস্টবেঙ্গলে সই করার পরে জাপানি স্ট্রাইকার বললেন,''এই ক্লাবের অবিশ্বাস্য ইতিহাস রয়েছে। অসংখ্য সমর্থক ছড়িয়ে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এশিয়ার ফুটবলে খুবই জনপ্রিয়। এই আইকনিক ক্লাবের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আসন্ন টুর্নামেন্টগুলো জিততে সাহায্য করব। আমার দেশের কয়েকজন ইস্টবেঙ্গলের জার্সিতে সাফল্য পেয়েছে। আমি ওদের পদাঙ্ক অনুসরণ করতে চাই। জয় ইস্টবেঙ্গল''

আরও পড়ুন:‌ এবার বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক কমিটিতে আসতে চলেছেন দেশের এই দুই প্রাক্তন ক্রিকেটার, তারা কারা জানুন

লাল-হলুদ হেডস্যর অস্কার ব্রজোঁ নব্য স্ট্রাইকার প্রসঙ্গে বলছেন, ''হিরোশি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ সেন্টার ফরোয়ার্ড। ওর খেলার স্টাইলের সঙ্গে জুড়ে রয়েছে শরীরের উপস্থিতি। শূন্যে বল দখলের লড়াই জিততে অত্যন্ত দক্ষ। ভয়ঙ্কর ফিনিশার হিসেবে ওর সুনাম রয়েছে। একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।''

'জাপানি বোমা' এবার আছড়ে পড়তে চলেছে। মোহনবাগানের তারকা জেসন কামিন্সজেম ম্যাকলারেনের কাছের বন্ধু অস্ট্রেলিয়ান বিশ্বকাপার মিচেল ডিউক আজকাল ডট ইনের মাধ্যমে লাল-হলুদ সমর্থকদের স্বস্তির খবর দিচ্ছেন। কাতার বিশ্বকাপে লিও মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন ডিউক। সেই তিনি এখন খেলছেন জাপানের মাচিদা জেলভিয়া ক্লাবে। ডিসেম্বরে তাঁর চুক্তি শেষ।

মিচেল ডিউক জাপানি স্ট্রাইকার হিরোশি ইবোসুকিকে ঢালাও সার্টিফিকেট দিয়ে বলছেন, ''ও দুর্দান্ত স্ট্রাইকার।'' আপনি কি হিরোশির সঙ্গে খেলেছেন? একই দলে দুই তারকা কি ছিলেন? কামিন্স-ম্যাকলারেনের বন্ধু বলছেন, ''এক দলে আমরা কখনওই খেলিনি। আমি হিরোশির বিরুদ্ধে খেলেছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, হি ইজ ভেরি গুড।''

জাপানি স্ট্রাইকারের খেলার ধরন কেমন? সপ্রতিভ ডিউক বলছেন, ''হিরোশি অনেকটা কামিন্সের মতো। অনেকটাই লম্বা। ম্যান মাউন্টেন। হেডে বিপজ্জনক। বল হোল্ড করতে পারে।''

দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গলগ্রিক তারকা যোগ দিয়েছেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলে। এই শূন্যস্থান ভরাট করার জন্যই ইস্টবেঙ্গল খোঁজ করছে বিদেশি স্ট্রাইকারেরজাপানি ফুটবলারের বায়োডেটা পছন্দ হয়েছে। সব ঠিকঠাক থাকলে হিরোশিকে সুপার কাপের আগেই শহরে আনার চেষ্টা করা হবে। যাতে তিনি সুপার কাপে নামতে পারেন।

ডিউক বলছেন, ''জাপানে ওর বিরুদ্ধে খেলেছি। কোন ক্লাবে ও ছিল আর আমি সেই সময়ে কোন ক্লাবে খেলতাম, সেটা এখন মনে পড়ছে না। ডাজ ইট ম্যাটার? এ লিগে ওর খেলা আমি ফলো করেছি। ভাল প্লেয়ার। ভারতে ও ভাল করবে। মিলিয়ে নেবেন।'' এদিন রাতেই ইস্টবঙ্গল সরকারি ভাবে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দিল হিরোশি সই করেছেন লাল-হলুদে।

আরও পড়ুন:‌ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন ফাইনালে নীরজ, প্রথম থ্রোয়েই বাজিমাত ...