আজকাল ওয়েবডেস্ক: আগের দু' বার হয়নি। তৃতীয়বারে কি সফল হবে? হরমনপ্রীতদের নিয়ে এই এক প্রশ্ন ঘুরছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
২০০৫, ২০১৭ ফাইনালে পৌঁছেও স্বপ্ন ভেঙেছে ভারতের মহিলা দলের। আগের দুবার স্বপ্ন ভেঙেছে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত বলেন, ''আমরা জানি হারলে কেমন লাগে। কিন্তু জয়ের অনুভূতি কেমন হয়, সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফাইনাল আমাদের জন্য একটি বিশেষ দিন। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আশা রাখি সব ঠিকঠাক হবে।''
এই ২০২৫-এ হরমনপ্রীত, জেমিমাদের হাতে ট্রফি দেখতে চান সমর্থকরা। হারের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মহিলা ক্রিকেটাররা। শাপমুক্তি হবে অবশেষে।
অস্ট্রেলিয়া,ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পাশাপাশি নতুন চ্যাম্পিয়ন পাবে বিশ্ব ক্রিকেট। ২০০৫ সালে অস্ট্রেলিয়া, ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হওয়ার পর এ বার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারত।
২০২২ সালে কমনওয়েলথ গেমসের সোনার ম্যাচে অজিদের কাছে হেরে গিয়েছিল ভারত। সেদিক থেকে দেখলে সেমিফাইনালে ভারত কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে একপ্রকার প্রতিশোধই নিল। তূরীয় মেজাজে রয়েছেন ভারতের মেয়েরা। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে রান তাড়া করে ভারত জিতেছে। হরমনপ্রীত বলছেন, ''আমরা নিজেদের মধ্যে কথা বলছি। খেলাটা যখনই উপভোগ করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি, তখনই আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি। এটি আমার এবং গোটা দলের জন্য গর্বের একটি গর্বের মুহূর্ত। আমার মনে হয় যেভাবে আমরা শেষ দুটি ম্যাচে খেলেছি তাতে দেশ গর্বিত হবে।''
কতটা পথ পেরোলে তবে...। রিজার্ভ-হীন কামরায় সওয়ার হওয়া, মেঝেতে শুয়ে রাত কাটানো...মহিলা ক্রিকেট দল এরকম কত কঠিন পথ পেরিয়ে তবে আজকের এই মহান সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
টিকিটের দাম চড়া। আকাশছুঁয়েছে দাম। নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম দেড় লক্ষ টাকা ছাড়িয়েছে বলেই খবর। নীল সামিয়ানা সর্বত্র। স্বপ্নের রং বুঝি আজ নীল।
দেশের শ্বাসপ্রশ্বাসে হরমনপ্রীতরা। দেশে মন্দ্রিত হচ্ছে, 'উঠ গো ভারত লক্ষ্মী।'
২০১১-র ২ এপ্রিল ওয়াংখেড়েlতে ছক্কা মেরে ২৮ বছর পরে বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেদিন দেশ জয়ধ্বনি করেছিল।
আজ ২ নভেম্বর। নতুন মাসের দ্বিতীয় দিন। মহিলা ক্রিকেটারদের জয়ধ্বনি দিতে তৈরি ভারত।
