আজকাল ওয়েবডেস্ক: আইএফএ শিল্ডের আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত মোহনবাগান। ইস্টবেঙ্গল পাঠাল সহকারী কোচ বিনো জর্জ এবং মহম্মদ রশিদকে। বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। মঙ্গলবার ছয় দলের কোচ এবং অধিনায়কদের নিয়ে কলকাতা রোয়িং ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল আইএফএ। তাতে গরহাজির মোহনবাগানের হেড কোচ এবং অধিনায়ক। এমনকী মোহনবাগানের কোনও প্রতিনিধি সাংবাদিক সম্মেলনে যোগ দেয়নি। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি শিল্ড খেলবে না মোহনবাগান? তবে তেমন কোনও সম্ভাবনা নেই। শিল্ডে মোহনবাগানের প্রথম দলই খেলবে। হেড কোচের হটসিটে থাকবেন হোসে মোলিনা। মোহনবাগানের প্রতিনিধিদের শিল্ডের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত থাকা প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের এদিন বিকেলে প্র্যাকটিস আছে। সেই কারণে ওরা আসতে পারবে না।' মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের ব্যাখ্যাও একই। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, শিল্ডের আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনের কথা সোমবার জানানো হয়। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে অনুশীলন রেখেছিলেন মোলিনা। সেটা বাতিল করা হয়নি। সেই কারণেই সবুজ মেরুনের কোনও প্রতিনিধি যোগ দেয়নি। তবে শিল্ডে মোহনবাগানের পূর্ণাঙ্গ দলই খেলবে। সুপার কাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে নেওয়া হবে। বৃহস্পতিবার কিশোর ভারতীতে প্রথম ম্যাচে গোকুলামের মুখোমুখি হবে সবুজ মেরুন। 

এদিকে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না। তাঁর বদলে যোগ দেন সহকারী কোচ বিনো জর্জ। তাই শিল্ডে লাল হলুদের কোচের হটসিটে কে থাকবে সেই নিয়েও একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। সদ্য বিনোর তত্ত্বাবধানে কলকাতা লিগ জিতেছে ইস্টবেঙ্গল। তাই শিল্ডেও তাঁকে কোচের দায়িত্বে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। শিল্ড শেষ হলেই গোয়ায় সুপার কাপ। সেখানে হেড কোচের ভূমিকায় থাকবেন অস্কার। যদিও সাংবাদিক সম্মেলনে আকার ইঙ্গিতে বিনো বুঝিয়ে দেন, শিল্ডেও বেঞ্চে থাকবেন ব্রুজো। এবার ছয় দল নিয়ে কোনওক্রমে শিল্ড আয়োজন করছে আইএফএ। সচিব অনির্বাণ দত্ত মনে করছেন, আগামী মরশুমে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট আয়োজনের জন্য যথাযথ উইন্ডো পাওয়া যাবে। যাতে আরও বেশি দল নিয়ে সুষ্ঠুভাবে শিল্ড আয়োজন করা যায়। এবার শিল্ডের বিজয়ী দল পাবে ৫ লক্ষ টাকা। রানার্স আপ পাবে ৩ লক্ষ। ম্যাচের সেরা পাবে ১০ হাজার টাকা। মোট তিনটে মাঠে খেলা হবে। গ্রুপের ম্যাচগুলো কল্যাণী এবং কিশোর ভারতী স্টেডিয়ামে হবে। সময় দুপুর তিনটে। ফাইনাল যুবভারতীতে। যে দলই ফাইনাল খেলুক না কেন, ম্যাচ হবে নৈশালকের আলোয়। এদিন শিল্ডে অংশগ্রহণকারী কোচ এবং ফুটবলারদের হাতে স্মারক তুলে দেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি।