আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টিতে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। এবার বিরাট কোহলিকেও ছাপিয়ে গেলেন পাক তারকা। 

টি-টোয়েন্টি ফরম্যাটে বাবর আজম ১০৩ ইনিংস  ব্যাট করে ৩টি সেঞ্চুরি আর ৩৬টি অর্ধ শতরানে ৪,২৩৪ রান করেন। 

তিনি ছাপিয়ে যান রোহিতকেও। শুক্রবার লাহোরে অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৯ রান করতেই হিটম্যানকে টপকে বাবর হয়ে যান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রোটিয়া-ব্রিগেডকে হারায় পাকিস্তান। বাবর করেন অপরাজিত ১১ রান। পরিবর্তিত পরিস্থিতিতে বাবর আজমের পরেই রয়েছেন রোহিত। ভারতের তারকার ঝুলিতে ৪, ২৩১ রান। তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয়। বিরাট কোহলির সংগ্রহে ৪, ১৮৮ রান। 

প্রাক্তন পাক অধিনায়ক তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে বিরাট কোহলির রেকর্ডও ভাঙলেন। 

টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরের ৪০ নম্বর পঞ্চাশোর্ধ্ব ইনিংস। কোহলি ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন। এতদিন দুই দেশের দুই ব্যাটার ছিলেন একই ব্র্যাকেটে। বাবর তৃতীয় টি-টোয়েন্টিতে ছাপিয়ে গেলেন কোহলিকেও। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর পঞ্চাশ পান বাবর। সেই ইনিংসের উপরে ভর করেই পাকিস্তান ৪ উইকেটে ম্যাচটি জিতে নেয়। আর এই জয়ের ফলে পাকিস্তান তিন ম্যাচের সিরিজ জিতে নেয়  ২-১-এ। যে বাবরকে নিয়ে পাক মুলুকে সমালোচনা, কটাক্ষ সেই বাবর আজম ভারতের দুই মহারথীর রেকর্ড ভাঙলেন। পাকিস্তানকে জেতালেন। ফিরে আসা তো এরই নাম।