আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপের প্রথম ম্যাচে অভিষেক হয় মহম্মদ রশিদের। বুধবার লাল হলুদ জার্সিতে হাতেখড়ি হতে চলেছে মিগুয়েল ফিগুয়েরার। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে পাঁচ গোলে মরশুম শুরু হয় ইস্টবেঙ্গলের। বুধবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী আরও একটি নতুন দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চাইবেন অস্কার ব্রুজো। সাউথ ইউনাইটেডের মতো এই প্রথমবার নামধারীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। নতুন দল হলেও টুর্নামেন্টের শুরুটা ভাল করেছে তাঁরা। সাউথ ইউনাইটেড এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচ জিতেছে। গ্রুপ এ-তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে নামবে নামধারী। তবে লালকার্ডের জন্য পাওয়া যাবে না ডিফেন্ডার মনবীর সিংকে।
অন্যদিকে লম্বা বিরতির পর নামছে ইস্টবেঙ্গল। আগের দিন নজর কাড়েন রশিদ। এদিনও প্রথম একাদশে থাকতে পারেন প্যালেস্টাইনের মিডফিল্ডার। কেভিন সিবিলির ফিটনেস নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কিন্তু নামধারী ম্যাচে তাঁকেও কিছুটা গেমটাইম দিতে পারেন অস্কার। তবে অভিষেক নিশ্চিত মিগুয়েল ফিগুয়েরার। বাংলাদেশের বসুন্ধরা কিংসে অস্কারের কোচিংয়ে মাঠে ফুল ফোটান ব্রাজিলীয়। এবারও সেই লক্ষ্যে নামবেন। ডুরান্ড কাপে হেড টু হেড দেখা হয়। সুতরাং, নামধারীর বিরুদ্ধে জিতলেই শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে ইস্টবেঙ্গলের। আপাতত এটাই একমাত্র পাখির চোখ স্প্যানিশ কোচের। অস্কার বলেন, 'আমরা ম্যাচ প্রতি ভাবছি। বর্তমানে পয়েন্ট টেবিলে নামধারী আমাদের থেকে এগিয়ে আছে। ওদের হারানো কঠিন হবে। আমাদের বাস্তবের মাটিতে পা রাখতে হবে। তবে আমরা জিতলেই হেড টু হেডের বিচারে নকআউটের যোগ্যতা অর্জন করব। তাই আমাদের একমাত্র ফোকাস এটাই।'
প্রথম ম্যাচের পর বেশ কিছুদিন বিশ্রাম পেয়েছে লাল হলুদ ব্রিগেড। তাতে দল গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন ব্রুজো। এদিনের দলে কয়েকটা পরিবর্তন হতে পারে। রক্ষণ একই থাকার সম্ভাবনা রয়েছে। মাঝমাঠে দুই বিদেশির নতুন জুটিকে দেখা যেতে পারে। সামনে ডিয়ামানটাকোস এবং ডেভিড। আগের ম্যাচে চোট পান পিভি বিষ্ণু। তাঁর জায়গায় শুরু করতে পারেন বিপিন সিং। এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাবে লাল হলুদ।
