আজকাল ওয়েবডেস্ক: এক ওভারে চার ছক্কা খেলেন শাহিন আফ্রিদি। দিলেন ২৬ রান। ফের হারের মুখ দেখতে হল পাকিস্তানকে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজে এখনই ২–০ এগিয়ে আফ্রিদিরা।
ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেয় নিউজিল্যান্ড। খেলা হয় ১৫ ওভারের।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ১৩৫/৯। অধিনায়ক সলমন আঘা করেন ৪৬। মিডল ওভারে শাদাব খান করেন ২৬। শেষদিকে ১৪ বলে ২২ রান করে যান আফ্রিদি। কিউয়ি বোলারদের মধ্যে জেকব ডাফি, বেন সিয়ার্স, নিশাম ও ইশ সোধি দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে নিউজিল্যান্ড। শাহিন আফ্রিদি তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৩১ রান। তার মধ্যে একটি ওভারেই ওঠে ২৬। নিউজিল্যান্ডের উইকেটকিপার–ব্যাটার টিম সেইফার্ট আফ্রিদির ওভারে পরপর ছয় হাঁকান। তার মধ্যে একটি ছয় ছিল ১১৯ মিটার। শাহিন আফ্রিদির দ্বিতীয় ওভারে এই কাণ্ড ঘটান তিনি।
ম্যাচটিও সহজেই জিতে নিয়েছে কিউয়িরা। মাত্র ১৩.১ ওভারেই ১৩৭/৫ তুলে ম্যাচ জিতে নেয় ব্ল্যাক ক্যাপসরা। দুই ওপেনার সেইফার্ট (৪৫) ও ফিন অ্যালেন (৩৮) জয়ের ভিত গড়ে দেন। বাকি কাজটা সারেন ড্যারিল মিচেল, মিচেল হে।
সিরিজের প্রথম ম্যাচটিও সহজেই জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর বাবর, রিজওয়ানের মতো সিনিয়রদের বাদ দিয়েই দল গড়েছে পাকিস্তান। কিন্তু পরিস্থিতি তাতেও বদলাল না।
