আজকাল ওয়েবডেস্ক:‌ জামাই শাহিনকে তুলোধনা করলেন শ্বশুর শাহিদ আফ্রিদি। কারণটা বেশ অবাক করার মতো। ভারতের বিরুদ্ধে একটা সম্মানজনক রান পাকিস্তান তুলেছিল শাহিন আফ্রিদির জন্যই। তিনি ১৬ বলে ৩৩ রান করেছিলেন। তার মধ্যে ছিল চারটি ছয়। কিন্তু বল হাতে উইকেট পাননি। এদিকে, আবার ওপেনার সাইম আয়ুব হার্দিকের প্রথম বলেই ক্যাচ আউট হন। তিনি আবার বল হাতে তিন উইকেট নিয়েছেন ভারত ম্যাচে। 


নিজেদের ভূমিকাই ভুলে গিয়েছেন যেন পাক ক্রিকেটাররা। যাঁর উইকেট তোলার কথা, তিনি ছক্কা হাঁকাচ্ছেন। আর যাঁর রান করার কথা, তিনি উইকেট নিচ্ছেন। ক্রিকেটভক্তরা বিভ্রান্ত! একই ভাবে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রীতিমতো অসন্তুষ্ট শ্বশুর শাহিদ আফ্রিদি।


এশিয়া কাপের মহারণে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পাণ্ডিয়ার বলে রানের খাতা না খুলেই আউট হন সাইম আয়ুব। একসময় মনে হচ্ছিল একশোর আগেই গুটিয়ে যাবে পাকিস্তান। সেটা হয়নি শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের দৌলতে। তিনি চারটি ছক্কা হাঁকান। কিন্তু উইকেট পাননি। ফর্মে ফেরার চেষ্টা করা শাহিন আফ্রিদিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন অভিষেক শর্মা। অন্যদিকে ব্যাটার সাইম আয়ুব তিনটি উইকেট তোলেন।

 

আরও পড়ুন:‌ হুমকিই সার! যত গর্জাল তত বর্ষাল না পাকিস্তান,‌ এশিয়া কাপ খেলতে থেকে গেল আমিরশাহিতেই ...


সব মিলিয়ে যেন ভূমিকা একেবারে অদলবদল হয়ে গিয়েছে পাক দলে। যা নিয়ে শাহিদ আফ্রিদি বলেছেন, ‘‌শাহিন রান করল বলে ১০০–র গণ্ডি পেরিয়েছে পাকিস্তান। কিন্তু শাহিনকে কি রান করতে হবে? আমি ওর থেকে রান চাই না। আমি চাই শাহিন ভাল বল করুক। একই ভাবে সাইম উইকেট নেওয়ার বদলে রান করুক। শাহিনকে বুঝতে হবে, ওর কাজ বল সুইং করানো। কীভাবে উইকেট তুলতে হবে, সেটা ঠিক করুক। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাবধান হোক।’‌ 
সেটা কীভাবে?‌ শাহিদ আফ্রিদির বক্তব্য, ‘‌শাহিনকে শুরুতে উইকেট তুলতে হলে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে হবে। আমি চাই ও পাকিস্তানকে বল করে জেতাক।’‌ শ্বশুর আফ্রিদির পরামর্শ কি অনুসরণ করবেন জামাই আফ্রিদি? এখানেই শেষ নয়। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোকে ‘তৃতীয় শ্রেণির’ বলে তোপ দেগেছেন আফ্রিদি। দেশের ঘরোয়া ক্রিকেটের হালকে একহাত নিয়েছেন সিনিয়র আফ্রিদি। আফ্রিদি চান ঘরোয়া ক্রিকেটে আরও টাকা ঢালুক পাক ক্রিকেট বোর্ড। আফ্রিদির কথায়, ‘‌পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত করতে হবে। টাকা ঢালতে হবে। ভাল কোচ আনতে হবে। পিসিবিকে বলব আগে এই কাজগুলো করুক। ঘরোয়া ক্রিকেটে নজর না দিলে এই অবস্থাই হবে।’‌ 

এদিকে, এত লম্ফঝম্প করেও শেষ অবধি এশিয়া কাপের বাকি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিল পাকিস্তান। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ্টকে না সরালে এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়ার হুমকি দিয়েছিল পাকিস্তান। কিন্তু আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের এই দাবি মানা যাবে না। এরপর অনেকেই ভেবেছিলেন তাহলে পাকিস্তান হয়ত আরব আমিরশাহি ম্যাচ খেলবে না। কিন্তু দেখা গেল আদতে হুমকিই সার। এশিয়া কাপ খেলতে ওই দেশেই থেকে যাচ্ছে পাকিস্তান।