আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াবে ভারত ও শ্রীলঙ্কায়। আর সেই বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করে ফেলল সংযুক্ত আরব আমিরশাহি।

একদিন আগে নেপাল ও ওমান টিকিট কেটেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপের পাসপোর্ট জোগাড় করল সংযুক্ত আরব আমিরশাহি। এশিয়াপ্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহি বিশ্বকাপে খেলা নিশ্চিত করল। বিশ্বকাপের ২০টি দলই চূড়ান্ত হয়ে গেল।

আরও পড়ুন: সুপার কাপ থেকে নাম প্রত্যাহার রিয়াল কাশ্মীরের, মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে খেলছে ডেম্পো...

সুপার সিক্সের ম্যাচে টস হেরে জাপান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১৬ রান করে। রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ জিতে নেয়।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ।

টি২০ বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। এছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি।

চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। ফাইনাল হবে আহমেদাবাদ বা কলম্বোয়। ফাইনালের ভেন্যু নির্ভর করছে পাকিস্তানের উপর। পাকিস্তান ফাইনালে উঠলে কলম্বোয় হবে ফাইনাল ম্যাচ। অন্যথায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর। 

আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের কাছে টানা হারের কঠিন 'শাস্তি' পাচ্ছেন পাক অধিনায়ক সলমন