আজকাল ওয়েবডেস্ক: এক বছর আগে টি-২০ থেকে অবসর নিয়েছেন। ভারত-ইংল্যান্ড টেস্টের আগে লাল বলের ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন। কিন্তু তাসত্ত্বেও অদ্ভুত রেকর্ড গড়লেন বিরাট কোহলি। বুধবার টি-২০ রেটিং পয়েন্ট প্রকাশিত করে আইসিসি। কোহলির পয়েন্ট ৯০৯। স্পোর্টসের ইতিহাসে একমাত্র ব্যাটার হিসেবে আইসিসি পুরুষদের ক্রিকেট ক্রমতালিকায় সব ফরম্যাটে ৯০০ পয়েন্ট অতিক্রম করার রেকর্ড করলেন তারকা ব্যাটার। গত বছর আইসিসি টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন বিরাট। ফাইনালে ৭৬ রান করেন। এবার টি-২০ রেটিংয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করলেন। এর আগে তাঁর পয়েন্ট ছিল ৮৯৭। সেটা বেড়ে হয় ৯০৯। ছেলেদের টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট। কোহলির আগে রয়েছেন সূর্যকুমার যাদব (৯১২) এবং ডেভিড মালান (৯১৯)। 

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিরাটের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯৩৭। যা একজন ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ। সার্বিকভাবে এগারোতম। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে এই নজির গড়েন। ১০ ইনিংসে ৫৯৩ রান করেন। যার মধ্যে ছিল দুটো শতরান এবং তিনটে অর্ধশতরান। ভারতের বাকি ব্যাটাররা সাফল্য পায়নি। একাই লড়াই করেন কোহলি। একদিনের ক্রিকেটেও তারকা ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৯০৯ উঠেছিল। ২০১৮ সালে ইংল্যান্ড সফরেই এই নজির গড়েন। তিনটে ম্যাচে ১৯১ রান করেন। তাতে ছিল দুটো অর্ধশতরান। সাফল্যের শিখরে ছিলেন কোহলি। একসময় একই সঙ্গে আইসিসি টেস্ট, একদিনের আন্তর্জাতিক এবং টি-২০ তে একনম্বর ব্যাটার ছিলেন। এই রেকর্ডের ফলে আরও একবার বুঝিয়ে দিলেন, সব ফরম্যাটে সর্বকালের সেরা হওয়ার অধিকার রয়েছে তাঁর। 

টি-২০ ক্রিকেটে ১২৫ ম্যাচে ৪১৮৮ রান করেন। গড় ৪৮.৬৯। একটি শতরান এবং ২৫টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ রান ১২২। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হওয়ার আগে মে মাসে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার জেরে এমন সিদ্ধান্ত নেন। নয় ইনিংসে মাত্র ১৯০ রান করেন। গড় ২৩.৭৫। একমাত্র শতরান পারথে। ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে অবসর নেন। টেস্টে তাঁর রান ৯২৩০। গড় ৪৬.৮৫। তাতে রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২৫৪। বর্তমানে শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলবেন কোহলি। যাতে সবচেয়ে সফল তিনি। ৩০২ ম্যাচে তাঁর রান ১৪১৮১। গড় ৫৭.৮৮। তাতে রয়েছে ৫১টি শতরান এবং ৭৪ অর্ধশতরান। ভাঙেন শচীন তেন্ডুলকরের সেঞ্চুরির রেকর্ড। সর্বোচ্চ রান ১৮৩। একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান বিরাটের। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যায় কোহলিকে।