আজকাল ওয়েবডেস্ক: ব্যাট হাতে রান আসেনি প্রথম ইনিংসে। কিন্তু ফিল্ডিংয়ে নেমে দলকে পুরোদমে উজ্জীবিত করার কাজে লেগে পড়েছেন বিরাট। বোলারদের চাঙ্গা করা থেকে অজি ব্যাটারদের ক্রমশ স্লেজ করে যাওয়া, কোহলিকে অ্যাডিলেডে দেখা যাচ্ছে সেই চেনা ছন্দেই। পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনে লাবুশেন আউট হওয়ার পর কোহলির আগ্রাসনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই মন জয় করেছে ভক্তদের। অস্ট্রেলিয়ার ইনিংসে লম্বা পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন লাবুশেন এবং হেড।

 

 

সেই মুহূর্তেই নীতীশ কুমার রেড্ডি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন। অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেনকে আউট করার ক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের অসাধারণ ক্যাচ ছিল ম্যাচের বিশেষ আকর্ষণ। কিন্তু এরপর বিরাট কোহলির এক অভিনব ইঙ্গিত মন জয় করে নিল দর্শকদের। নীতীশ রেড্ডির শর্ট এবং অফ স্টাম্পের বাইরের বলে লাবুশেন স্কোয়্যার কাট মারতে যান। বলটি গালির দিকে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা যশস্বী জয়সওয়াল তাঁর ডানদিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ ধরেন। লাবুশেন চমকে গেলেও বুঝতে পারেন ভুল করে ফেলেছেন। তারপর হাঁটা দেন ড্রেসিংরুমের উদ্দেশে।

 

 

এই উইকেটের মাধ্যমে ভারত ৬৫ রানের বিপজ্জনক পার্টনারশিপ ভেঙে দেয়, যা লাবুশেন ও ট্র্যাভিস হেড গড়েছিলেন মাত্র ৮৬ বলে। লাবুশেন তার ১২৬ বলের ইনিংস শেষ করেন ৬৪ রান করে, যেখানে ছিল ৯টি চার। উইকেট নেওয়ার পর বিরাট কোহলির প্রতিক্রিয়া ছিল আরও আকর্ষণীয়। তিনি তাঁর ঠোঁটে আঙুল রেখে অ্যাডিলেডের দর্শকদের ‘চুপ’ থাকার বার্তা দেন। লাবুশেনকেও তিনি একই ইঙ্গিত করেন। কোহলির এই ‘চুপ’ করার মুহূর্ত দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।