বাংলা নাট্যজগতে বাদল সরকার এক বিপ্লবের নাম। তাঁর লেখায় প্রশ্ন উঠে আসে সমাজের প্রতিষ্ঠিত কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং মানুষের গভীরতম অস্তিত্ব জিজ্ঞাসা নিয়ে। বাঘ এখানে একদিকে হিংস্রতা ও আধিপত্যের প্রতীক, অন্যদিকে মানুষের মুখোমুখি দাঁড় করায় তার নিজস্ব ভয়, অসহায়তা এবং খাঁচার ভিতরের বন্দিত্বকে। 

বাদল সরকারের লেখা এই ‘বাঘ’–এর আধুনিক পুনর্নির্মাণ ‘হালুম জিন্দা হ্যায়’, এই সময়ের প্রেক্ষিতে যা এক অনন্য নাট্যপ্রয়াস। ‘এ বং পজিটিভ’ নাট্যদল-এর প্রযোজনায় ও বাপ্পার সামগ্রিক পরিকল্পনায় মঞ্চে এল এমন এক নাটক, যা ভাঙে চেনা ছকের গণ্ডি, আর তৈরি করে দর্শক-মননে অস্বস্তির গর্জন। আগামী ২৭ জুলাই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে প্রথম শো। নাটকটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দুই শক্তিশালী শিল্পী—রজতাভ দত্ত ও বিন্দিয়া ঘোষ। পাশাপাশি রয়েছেন শুভদীপ, সাগর, রূপম, অনসূয়া-রা।