আজকাল ওয়েবডেস্ক: ভাইফোঁটা নিতে যাওয়ার সময় নতুন জামা কোন ভাই পরবে তা নিয়ে বিবাদ। আর তার জেরে মোবাইল ফোনের টাওয়ারে উঠে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃত ওই কিশোরের নাম অপূর্ব হাজরা (১৬)। তার বাড়ির কান্দি থানার অন্তর্গত ধলা গ্রামে। কান্দি থানার একাধিক জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বাড়ির কোনও এক সদস্যের সঙ্গে গন্ডগোলের পর ওই কিশোর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর প্রায় দেড় কিলোমিটার দূরে বহরমপুর-কান্দি রাজ্য সড়কের পাশে জীবন্তী এলাকায় গিয়ে একটি  মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়ে । পরে সেখান থেকেই ঝাঁপ দিয়ে সে আত্মঘাতী হয়। 

আরও পড়ুন: রোবট দিয়ে চালাবে সংস্থা! লাখ লাখ মানুষের কাজে কোপ, এই সংস্থার এক সিদ্ধান্তে মাথায় বাজ যুব সমাজের

রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । কান্দি থানার পুলিশ ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, অপূর্ব হাজরা নামে ওই কিশোর তার দাদা  এক প্রতিবেশী বোনের কাছ থেকে প্রতি বছর ভাইফোঁটা নিত। এবছর ও সেখানেই যাওয়ার পরিকল্পনা ছিল। বৃহস্পতিবার সকাল থেকেই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল কে কোন নতুন জামা পরে ভাইফোঁটা নিতে যাবে, তা স্থির করাকে কেন্দ্র করে। সূত্রের খবর, সেই সময় অপূর্বর মা দুই ভাইকে কিছুটা বকাবকি করেন। এরপরই অভিমানে অপূর্ব বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এবং সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জীবন্তী এলাকায় পৌঁছে যায়। 

আরও পড়ুন: 'যা পুড়ে মর', আরশোলা থেকে মুক্তি পেতে যুবতী জ্বালিয়ে দিলেন গোটা অ্যাপার্টমেন্ট? মৃত্যু-হাহাকার দেখে দৌড় তৎক্ষণাৎ...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনের টাওয়ারের রক্ষীদের চোখে ধুলো দিয়ে তার উপর উঠে পড়ে অপূর্ব। ঘটনাটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন চিৎকার করে অপূর্বকে বহুবার নীচে আসার জন্য অনুরোধ করলেও সে কিছুতেই নীচে নেমে আসতে রাজি হয়নি। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোবাইল ফোনের টাওয়ারের উপরে বসেই ওই কিশোর নিজের মাকে ফোন করে এবং তাঁকে ঘটনাস্থলে  যাওয়ার জন্য বলে। কিছুক্ষণের মধ্যেই অপূর্বর মা ওই এলাকায় এসে পৌঁছলে সকলকে হতভম্ভ করে দিয়ে ওই কিশোর টাওয়ারের মাথা থেকে নিচে ঝাঁপ দেয় মায়ের সামনেই। ভাইফোঁটার দিন ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের জীবন্তী এবং ধলা গ্রামে।