আজকাল ওয়েবডেস্ক: টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক টোটো-চালককে গলা কেটে খুন করার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত মোল্লাগের ধার এলাকায়। বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কিয়াশিস শেখ (৪৩)। তাঁর বাড়ি বহরমপুর থানার আম্বেদকরপল্লী এলাকায়। 

 

মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে কিছু যাত্রী নিয়ে কিয়াশিস, মোল্লাগের ধার এলাকায় যায়। এর কিছুক্ষণ পর কিয়াশিস তাঁর এক বন্ধুকে ফোন করে জানান, তাঁকে কিছু যুবক গলা কেটে দিয়েছে এবং তাঁর টোটোটি ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে। 

 

মৃত ওই যুবকের স্ত্রী আদরা বিবি বলেন, 'আমার স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী। বছর চারেক আগেও একবার আমার স্বামীকে রাধারঘাট এলাকায় মারধর করে কিছু দুষ্কৃতী তার টোটোটি কেড়ে নিয়েছিল। শারীরিক প্রতিবন্ধকতার কারণে আমার স্বামী দিনের বেলায় টোটো চালাতে পারেন না। যদিও তার রোজগারে গোটা পরিবার নির্ভরশীল। গতকাল রাতে তিনি কয়েকজন যাত্রী নিয়ে মোল্লাগের ধার এলাকায় আসেন। এরপর তারা আমার স্বামীকে গলা কেটে খুন করে টোটোটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পুলিশ পরে ওই এলাকায় স্থানীয় একটি তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসের কাছে দেহটি উদ্ধার করে।' 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা টোটোটি নিয়ে বহরমপুর থানার উত্তরপাড়া এলাকার দিকে চলে যাচ্ছিল। কিন্তু সেই সময় টোটোটি একটি দুর্ঘটনার মুখে পড়ে এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই টোটোটিকে চিনতে পারেন এবং সেটিকে যারা নিয়ে পালিয়ে যাচ্ছিল তাদের তাড়া করেন। সেই সময় দুষ্কৃতীরা ওই এলাকায় টোটো ফেলে উত্তরপাড়ার দিকে পালিয়ে যায়। 

 

বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যেই ছিনতাই করা টোটোটিকে উদ্ধার করেছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।