আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরবঙ্গ। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জেরেই বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনও বিমান। দৃশ্যমানতা কম থাকায় মঙ্গলবার সকাল থেকে ১১টা পর্যন্ত প্রায় ১০টি বিমান নামার কথা থাকলেও একটিও অবতরণ করতে পারেনি বলেই জানা গিয়েছে। এখনও পর্যন্ত কলকাতা বেঙ্গালুরু, মুম্বাই, হায়দরাবাদ ও দিল্লির বিমান আকাশে রয়েছে। বিমান ল্যান্ড না করতে পারায় দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা।

 

ইতিমধ্যেই মুম্বাই থেকে বাগডোগরার একটি বিমান গুয়াহাটির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লি থেকে বাগডোগরা আসা দুটি বিমান কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কুয়াশার চাদরে ঢাকা ছিল বাগডোগরা বিমানবন্দর। মঙ্গলবার তা আরও বেড়ে যায়। দৃশ্যমানতা ৭০০ মিটারের কম হলে বিমান সাধারণত বিমানবন্দরে নামতে পারে না। অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম থাকলেও তা কাজ করছে না বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।  মঙ্গলবার সকাল থেকে প্রায় ১০ টি বিমান নামার কথা ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলেই স্বাভাবিক ছন্দে ফিরে আসবে পরিষেবা।