আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাধিক জেলায় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা না ঢোকা বা একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তার মধ্যেই মুর্শিদাবাদ জেলায় অদ্ভুত ঘটনা ঘটল। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় বেশিরভাগ স্কুলের ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের ১০ হাজার টাকার অনুদান ইতিমধ্যেই পেয়ে গিয়েছে।

 

 

আবার অন্তত ১৭টি স্কুলের প্রায় চার হাজারের বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা দু’বার করে ঢুকেছে বলে জানা যাচ্ছে। দুই দফায় দশ হাজার করে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে ঢুকেছে তাদের অ্যাকাউন্ট ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সেই টাকা যাতে পড়ুয়ারা তুলতে না পারেন তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল ব্যাঙ্কের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং রিজিওনাল ম্যানেজারদেরকে বিশেষ অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন।

 

 

জেলা শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার মোট ১৭টি স্কুলের ৪৮৪১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাব কেনার টাকা দু’বার করে ঢুকেছে । অর্থাৎ মোট প্রায় ৪ কোটি ৮৪ লক্ষ টাকা ওই ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে ‘ক্রেডিট’ হয়েছে। জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের এই চিঠির পর পড়ুয়ারা কোনওরকম আর্থিক লেনদেন করতে পারছেন না। ফলে ট্যাব কেনার টাকাও ছাত্র-ছাত্রীরা তুলতে পারছেন না। কীভাবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দু’বার করে ট্যাব কেনার টাকা ঢুকল তা তদন্ত করে দেখছে শিক্ষাদপ্তর।