মিল্টন সেন, হুগলি,২৪ অক্টোবর: হাসপাতালের তিন তলায় ভর্তি হয়েছেন মেয়ে। ওই একই হাসপাতালের একতলায় ভর্তি রয়েছেন তাঁর নিখোঁজ বাবা। সদ্যজাত সন্তানকে দেখতে এসে হাসপাতালে খুঁজে পেলেন ৩০ বছর আগে নিখোঁজ হওয়া শ্বশুরকে। জানা গিয়েছে, শ্বশুরের খোঁজ পেলো জামাই। হ্যাম রেডিওর মাধ্যমে ত্রিশ বছর পর অবশেষে দেখা হলো বাবার সঙ্গে মেয়ের। খবর অনুযায়ী গত ৮ আগস্ট শেওড়াফুলি রেল স্টেশন থেকে ৯০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতালে ভর্তি করানো হয়। বৃদ্ধ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও নাম ঠিকানা কিছুই বলতে পারেন না। নাম ঠিকানা জিজ্ঞাসা করলেই বৃদ্ধ বারবার কেঁদে ফেলতেন। এই অবস্থায় খুবই ফ্যাসাদে পড়ে ওয়ালস হাসপাতালের কর্তৃপক্ষ। 

 

জানা গিয়েছে, বৃদ্ধের ঠিকানা খুঁজে বের করার জন্য হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বাসুদেব জোয়ারদার হ্যাম রেডিওর সাহায্য চান। যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিস নাগ বিশ্বাসের সঙ্গে। হ্যাম রেডিওর তরফে একাধিক বার বৃদ্ধের সঙ্গে কথা বলে ঠিকানা উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবুও ফল হয়না। অনেক খোঁজ করার পর তাঁরা জানতে পারেন সম্প্রতি হাসপাতালে পাশের বেডে এক বৃদ্ধ অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন। তিনি বাঁকুড়ার গল্প করছেন। হ্যাম রেডিওর তরফে কথা বলা হলে বাঁকুড়া জেলার খাতরা ব্লকের বিডিও দেবজিত রায় ও বিভিন্ন মানুষ নিশ্চিত করেন ওই বৃদ্ধের নাম মধুসূদন বাউরি। তবে গত ৩০ বছর ধরে তাঁর কোনও হদিস নেই। তিনি আর ওই অঞ্চলে থাকেন না। এরপর খোঁজ মেলে জামাই বংশী চন্দ্র পালের। পরে ফোন নম্বর জোগাড় করে ফোন করা হয় জামাই কে। কিন্তু বংশী তাঁদের জানায় তিনি খুবই ব্যস্ত। কারণ তাঁর স্ত্রী পদ্মা বাউড়ি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, এদিন তাঁর স্ত্রী সন্তান প্রসব করেছেন। তাই তিনি হাসপাতালে রয়েছেন।

আরও পড়ুন: সরকারি হাসপাতালেই ‘শিশু অদল-বদল’! তুমুল শোরগোল বিজেপিশাসিত রাজ্যে

জানতে চাওয়া হলে বংশী বলেন, তিনি ওয়ালস হাসপাতালে চার তলায় রয়েছেন। শ্বশুরের কথা জিজ্ঞাসা করলে তিনি অবাক হয়ে যান। তিনি এও জানান, ৩০ বছর ধরে তাঁর শ্বশুরের কোনও খোঁজ নেই। জামাইকে খবর দেওয়া হয় শ্বশুর ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন। শুনেই তিনি ছুটে নেমে আসেন হাসপাতালের এক তলায়। জামাইকে দেখে অবাক হয়ে যান মধুসূদন বাবু। জামাইয়ের কাছে মেয়ের কথা শুনে কেঁদেকেটে অস্থির হয়ে পড়েন। তার পর খবর পান তাঁর মেয়ের একসঙ্গে দুটি সন্তান হয়েছে। এরপর বাবার সঙ্গে দেখা হয় মেয়ের। 

 

হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের হাত ধরে নিখোঁজ বাবাকে ফিরে পেলো মেয়ে। আর সদ্যজাত সন্তানকে দেখতে এসে নিখোঁজ শ্বশুরকে আবিষ্কার করে ফেললেন জামাই। অনেকটাই গল্পের মতো। নবজাতকদের সঙ্গে নিখোঁজ শ্বশুরকে নিয়ে বাড়ি ফিরবেন বংশী বদন। আর এদিকে হ্যাম রেডিওর ম্যাজিক দেখে অবাক হয়ে গিয়েছেন হাসপাতালের অ্যাসিসট্যান্ট সুপার। এ প্রসঙ্গে তিনি বললেন, "সারাদিন একাধিকবার একাধিক ওয়ার্ডে তিনি ঘুরে বেড়ান, অথচ এই বিষয় জানতে পারলেন না।" 

 

ছবি পার্থ রাহা।