আজকাল ওয়েবডেস্ক: ফের খুন ভাঙড়ে। এবার জোড়া মৃতদেহ উদ্ধার। নিহতরা হলেন, মোশারেফ পিয়াদা ও শাহানারা বিবি। রবিবার সকালে নিজেদের বাড়ি থেকেই উদ্ধার জোড়া মৃতদেহ। এই দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের ভাঙর ডিভিশানের চন্দনেশ্বর থানা এলাকায়। 

 

পুলিশ সূত্রে খবর, মোশারেফকে কুপিয়ে খুন করা হয়েছে। তাঁর দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী শাহানারা বিবির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ। কী কারণে এই খুন, সেটা স্পষ্ট নয়। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চন্দনেশ্বর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

 

মৃত মোশারফের বাড়ির সামনেই একটি দোকানে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ সেই ক্যামেরার সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই সেই দোকানের ভিতরে পুলিশ গিয়ে ক্যামেরা চেক করছে। কেউ এসে এই খুন করেছে নাকি নিজেদের অশান্তির জেরে খুন, তার তদন্ত চালাচ্ছে চন্দনেশ্বর থানার পুলিশ।