আজকাল ওয়েবডেস্ক: এক টুকরো জমি। তার দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটল। আহত উভয় পক্ষের পাঁচজন। দুই পক্ষই লিখিত অভিযোগ করেছে থানায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার কমলপুর গ্রামে। জমি নিয়ে যে অশান্তি, তা ইতিমধ্যেই গড়িয়েছে আদালত পর্যন্ত।
জানা গিয়েছে, কমলপুর গ্রামে প্রায় ৩২শতক জমি নিয়ে এই অশান্তি। যার মধ্যে জড়িয়েছে রাজকুমার মহালদার ও উত্তম মহালদারের পরিবার। এর আগেও বেশ কয়েকবার এই দুই পরিবারের মধ্যে বিবাদ হয় এবং উভয়পক্ষ দ্বারস্থ হয় আদালতের। এর মধ্যেই মঙ্গলবার ভোরে রাজকুমারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, লাঠি এবং ধারাল অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। এমনকী বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে রাজকুমারের পরিবার। আহত এই পরিবারের তিনজন রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় অভিযোগের তির উত্তমের দিকে।
অভিযোগ উড়িয়ে উত্তমের দাবি, 'জমিতে ভাগ থাকলেও আমাদের যেতে দেওয়া হচ্ছে না। বেড়া দিতে গেলে মারধর করা হয়েছে। নিজেরাই আগুন লাগিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। যাতে আমরা আদালতে হাজির হতে না পারি সেজন্যই এই অপচেষ্টা।' ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
