আজকাল ওয়েবডেস্ক: যদি নিজের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে সেখানে আপনার কাছে বেশ কয়েকটি অপশন থাকে। এখানে ১১ টি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে টাকা রাখার পর সেখান থেকে আগামী ৫ বছরে ভাল টাকা লাভ হিসেবে পেতে পারেন।
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৪৪.৭৩ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৬.৩৫ শতাংশ।
নিপুন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৭.৯৪ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৯৯ শতাংশ।
মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৬.৫৮ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৭৫ শতাংশ।
বন্ধন স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৬.২৬ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৭ শতাংশ।
এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৫.০৮ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৫ শতাংশ।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৪.৮৮ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৪৬ শতাংশ।
ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কস ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখনে সিএজিআর রয়েছে ৩৪.৭৫ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৪৪ শতাংশ।
এডেলইউস স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৪.৩২ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৩৭ শতাংশ।
এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৪.৩২ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৩৭ শতাংশ।
ইনভেসকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৩.৯২ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৩১ শতাংশ।
কানাড়া রব স্মল ক্যাপ ফান্ডে যদি বিনিয়োগ করেন তাহলে এখানে সিএজিআর রয়েছে ৩৩.৯১ শতাংশ। এখানে মাল্টিপ্লাইড ইনভেন্টমেন্ট হবে ৪.৩১ শতাংশ।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য জেনে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
