আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার আগে একই মেয়াদের জন্য বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করা বুদ্ধিমানের কাজ। যদিও বেশিরভাগ ব্যাঙ্ক প্রায় একই রকম সুদের হার দিয়ে থাকে। তবে মাত্র ৫০ বেসিস পয়েন্টের পার্থক্য দীর্ঘ মেয়াদে মোট রিটার্নে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, ১০ লাখের FD-তে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট (0.5%) সুদ পেলে ৫ বছরের মধ্যে প্রায় ২৫,০০০ বেশি আয় হতে পারে।
বিশেষ করে, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কর্পোরেশনগুলো তুলনামূলকভাবে একটু বেশি সুদের হার দিয়ে থাকে। এখন আমরা ছয়টি ব্যাঙ্কের ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটের সুদের হার তুলনা করব, যারা তুলনামূলকভাবে বেশি সুদ দিচ্ছে।
আরও পড়ুন: অক্সিজেন ছাড়াই হবে মহাকাশ যাত্রা! হাতে এল নতুন কোন হাতিয়ার
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের জন্য ৬.৪% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯% সুদ দেয়। এই হার ১৫ জুন ২০২৫ থেকে কার্যকর।
আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)
এই বেসরকারি ব্যাঙ্কটি ৫ বছর মেয়াদি FD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৬% এবং প্রবীণদের জন্য ৭.১০% সুদ প্রদান করে।
কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank)
এখানে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.২৫%, এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫%। এই হার ১৮ জুন ২০২৫ থেকে কার্যকর।
ফেডারেল ব্যাংক (Federal Bank)
এই ব্যাঙ্কটি ৫ বছর মেয়াদি FD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭% সুদ দেয়।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)
দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI সাধারণ গ্রাহকদের জন্য ৬.০৫% এবং প্রবীণদের জন্য ৭.০৫% সুদ প্রদান করে।এখানে প্রবীণদের জন্য অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট "SBI We-care" স্কিমের আওতায় দেওয়া হয়।
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (Union Bank of India)
এই পাবলিক সেক্টর ব্যাঙ্কটি সাধারণ নাগরিকদের জন্য ৬.৪% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৯% সুদ দেয় ৫ বছর মেয়াদি FD-তে।
গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি দেশের এই শীর্ষস্থানীয় ব্যাঙ্কটির তরফে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। স্থায়ী আমানতের ক্ষেত্রে 0.2 শতাংশ সুদের হার কমানোর ঘোষণা করেছে এসবিআই। ইতিমধ্যেই 16 মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে। সাধরণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও এই সুদের হার কমানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) –এর তরফে সকল মেয়াদের জন্যই ব্যাঙ্কটির ফিক্সড ডিপোজিট (FD) –এর সুদের হার 20 বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রায় এক মাসের সময়ের ব্যবধানেই দ্বিতীয়বার সুদের হার হ্রাসের ঘোষণা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি। এর আগে এপ্রিল মাসের 15 তারিখে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে সুদের হার হ্রাসের ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর পক্ষ থেকে এটির সাম্প্রতিক মনিটারি পলিসি মিটিং (MPC) –এ রেপো রেট কমানোর ঘোষণা করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটির পক্ষ থেকে রেপো রেট হ্রাসের পদক্ষেপ গৃহীত হওয়ার পরেই এই ঘোষণা করেছে এসবিআই। এসবিআই –এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের পক্ষ থেকে একইভাবে তাদের FD রেট কমানোর ঘোষণা করা হয়েছে।

যারা দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পরিকল্পনা করছেন, তারা অবশ্যই FD খোলার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে সবচেয়ে লাভজনক বিকল্পটি বেছে নিন। মাত্র ০.৫% পার্থক্যেও কয়েক হাজার টাকা অতিরিক্ত রিটার্ন পাওয়া যেতে পারে।
