আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিস টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট-এর অন্যতম বৈশিষ্ট্য হল—যে সুদের হারে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, সেই হার পুরো মেয়াদে স্থির থাকে। অর্থাৎ, সরকারের তরফে সুদের হার বাড়ানো বা কমানো হলেও আপনার বিদ্যমান অ্যাকাউন্টে কোনো পরিবর্তন হবে না। তবে নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা।
সুদের হার ঘোষণার নিয়ম
কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় প্রতি তিন মাস অন্তর পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করে। জাতীয় সঞ্চয় টাইম ডিপোজিট স্কিম, ২০১৯ অনুযায়ী—“সুদের হিসাব প্রতি ত্রৈমাসিকে কম্পাউন্ড হবে এবং জমার মেয়াদকালে প্রতি বছরের শেষে অ্যাকাউন্ট হোল্ডারকে প্রদান করা হবে।”
বর্তমানে পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদের হার—
১ বছরের জন্য: ৬.৯%
২ বছরের জন্য: ৭%
৩ বছরের জন্য: ৭.১%
৫ বছরের জন্য: ৭.৫%
নতুন ও পুরনো বিনিয়োগকারীদের জন্য প্রভাব
যখনই নতুন সুদের হার ঘোষণা হয়, তা কেবলমাত্র নতুন অ্যাকাউন্ট বা মেয়াদোত্তীর্ণ ডিপোজিট পুনর্নবীকরণের ক্ষেত্রে প্রযোজ্য হয়।
যদি সুদের হার বাড়ে, তবে কেবল নতুন বিনিয়োগকারীরাই তার সুবিধা পাবেন। বিদ্যমান বিনিয়োগকারীরা আগের হারেই সুদ পেতে থাকবেন। যদি সুদের হার কমে, তবুও পুরনো অ্যাকাউন্ট হোল্ডারদের রিটার্ন কমবে না।
আরও পড়ুন: জাতিগত বিভাজন ও জনসংখ্যাগত পরিবর্তন বড় সমস্যা: প্রধানমন্ত্রী
উদাহরণস্বরূপ, আপনি যদি আজ ১০ লাখ টাকা পোস্ট অফিস টাইম ডিপোজিটে ৫ বছরের জন্য ৭.৫% হারে বিনিয়োগ করেন, তবে এই হার পুরো ৫ বছর স্থির থাকবে। আগামীকাল সুদের হার যদি বেড়ে ৮% হয়, তাহলেও আপনার অ্যাকাউন্টে কোনও পরিবর্তন হবে না। আবার হার কমলেও আপনার রিটার্ন একই থাকবে।
FD বনাম অন্যান্য স্কিম
পোস্ট অফিস টাইম ডিপোজিটের একটি বড় সুবিধা হলো এর স্থির সুদের হার। এটি পিপিএফ (PPF)-এর মতো নয়, যেখানে সুদের হার বিনিয়োগ চলাকালীনও পরিবর্তিত হতে পারে। তাই FD তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল।
তবে মনে রাখতে হবে—প্রতি ডিপোজিটরের জন্য ডিআইসিজিসি বিমা কভারেজ কেবল ৫ লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। অর্থাৎ, ব্যাংক ডুবলে আপনার মূলধন ও সুদ মিলিয়ে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সুরক্ষিত থাকবে। যদিও পোস্ট অফিসের ক্ষেত্রে সরকারী গ্যারান্টি থাকায় এটি নিরাপদ বলে ধরা হয়।
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
পোস্ট অফিস টাইম ডিপোজিটকে আপনি জরুরি তহবিল বা স্বল্পমেয়াদি প্রয়োজনের জন্য ব্যবহার করতে পারেন।
দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতিকে হার মানাতে চাইলে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা শেয়ারবাজারের মতো উচ্চ ঝুঁকি-উচ্চ রিটার্ন বিনিয়োগের সঙ্গে ব্যালান্স করা বুদ্ধিমানের কাজ।
সুদের হার পরিবর্তন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই বিনিয়োগের আগে নিজের লক্ষ্য ও মেয়াদ অনুযায়ী সঠিক সময় বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সুদের হার বাড়ুক বা কমুক, বিদ্যমান পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টে তার প্রভাব পড়বে না। নতুন বিনিয়োগকারীরাই কেবল নতুন হারের সুবিধা বা অসুবিধা পাবেন। তবুও স্থিরতা, নিরাপত্তা ও সরকারি গ্যারান্টির জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিট আজও বহু বিনিয়োগকারীর কাছে অন্যতম ভরসাযোগ্য সঞ্চয় মাধ্যম।
