আজকাল ওয়েবডেস্ক: টাকার দামের রেকর্ড পতন। গত কয়েক দিন ধরেই ডলারের নিরিখে টাকার পতন অব্যাহত ছিল। আরও ৬৭ পয়সা কমল টাকার দাম। সোমবার ডলারের নিরিখে টাকার দর ৮৭.২৯-এ এসে দাঁড়িয়েছে। কানাডা, মেক্সিকো এবং চিনা পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক যুদ্ধের ফলেই রেকর্ড পতন ভারতীয় মুদ্রার।
কানাডা এবং মেক্সিকোর পণ্য়ের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। চিনা পণ্যের উপরও ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ফরেক্স ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি ছিল বিশ্বজুড়ে ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধের প্রথম আঘাত। এ ছাড়াও বলা হয়েছে, ভারতীয় বাজার থেকে বিদেশী লগ্নিকারীরা টাকা তুলে নেওয়ায় টাকার পতন অব্যাহত। শনিবার সারা দিনে ১৩২৭ টাকা বাজার থেকে তুলে নিয়েছিলেন লগ্নিকারীরা।
এপ্রিলেও টাকার দামে পতন ঘটেছিল। সেই সময় ডলার নিরিখে টাকার দাম ছিল ৮৩.৫৩। সেই সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে টাকার পতন বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা।
ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ৫.৫৭৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬২৯.৫৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল গত বছর জানুয়ারিতে। এর পর থেকেই টাকার পতন অব্যাহত। এর ফলে বিদেশি মুদ্রার ভান্ডারও কমতে শুরু করেছে। বর্তমানে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার ৬২৩.৯৮৩ বিলিয়ন ডলার। টাকার দামের পতন ঠেকাতে এই ভান্ডার থেকে আরবিআই বিপুল পরিমাণে ডলার খরচ করেছে। সেই কারণেই অনেকটা কমেছে বিদেশি মুদ্রার ভান্ডার।
