আজকাল ওয়েবডেস্ক: যদি নিজের অবসর নিয়ে আগে ভেবে না থাকেন তাহলে চিন্তার কোনও কারণ নেই। আপনি সেখান থেকে বেরিয়ে এসে বেশি বয়সেও বিনিয়োগ করতে পারেন। সেখানে যদি আপনার বয়স ৩০ বো ৪০ হয় তাহলেও চিন্তা নেই। এই সময় থেকে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলেও আপনি পেতে পারেন ১ কোটি টাকা।
যদি ১ কোটি টাকা ১৫ বছরে পেতে চান তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে এসআইপি-তে। এখানে মাসে আপনাকে ২০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। সুদের হার থাকবে ১২ শতাংশ করে। পরে যদি মনে করেন ৫ হাজার টাকা বেশি করেও রাখতে পারেন। তাহলেও সেখান থেকে বেশি টাকা ফেরত পেতে পারেন।
নিজের টাকা কখনও একটি জায়গাতে টানা বিনিয়োগ করবেন না। আপনি নিজের টাকা এসআইপি-তে বিনিয়োগ করতে পারেন। ইপিএফে বিনিয়োগ করতে পারেন। এনপিএসে বিনিয়োগ করতে পারেন। প্রতিটি জায়গাতে যদি পরিকল্পনা করে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে ভাল টাকা পাবেন।
তবে যত বয়স বাড়তে থাকবে তত আপনি নিজের টাকাকে ইক্যুইটি থেকে ডেবিটের দিকে নিয়ে আসতে শুরু করতে পারেন। ফলে সেখানে আগে থেকেই আপনার টাকা একটি জায়গাতে ফিরতে পারবে।
আপনাকে একটা বিষয়ে জোর দিতে হবে। দ্রুত নিজের টাকা তুলতে যাবেন না। আপনার যেন খারাপ ইনস্যুরেন্স না থাকে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এগুলি আপনার ভবিষ্যতের সঞ্চয়কে প্রভাবিত করতে পারে। নিজের অবসর নিয়ে যে টাকা বিনিয়োগ করেছেন সেখান থেকে টাকা তুলতে যাবেন না। তাহলে নির্দিষ্ট সময় পর সেখান থেকে ১ কোটি আর পাবেন না। দীর্ঘসময় ধরে বিনিয়োগ করলেই আপনার টাকা ফল দেবে।
তবে একটা কথা মাথায় রাখবেন। যেখানেই বিনিয়োগ করুন না কেন আগে থেকে ভাল করে সমস্ত কিছু দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে আজকাল ডিজিটাল তার দায়িত্ব নেবে না।
