নিজস্ব সংবাদদাতা: এবার মুখোমুখি এক ছবিতে বনি-সৌরভ। ভরপুর রহস্যে মোড়া ছবিতে ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস কে। অভিনেতা বনি-সৌরভ এর সাথে জুটিতে আসছে নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম 'ঝড়'। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আন্থনি জেন। প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক৷
ছবিতে 'মাইকেল' নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে খল চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। কালিম্পং শহরের সুন্দর সকাল। দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে তাঁদের কলেজ হোস্টেলে। এখান থেকে শুরু হয় ছবির গল্প। জেন মাইকেল স্যরকে মনে মনে ধন্যবাদ জানায়, কারণ মাইকেল স্যর জেন এর বাবা-মা কে বুঝিয়ে কালিম্পং-এ এনেছে তাকে। জেন মাইকেল স্যারকে শিক্ষকের থেকে বেশি অভিভাবক ভাবেন।
এদিকে, কলেজে জেনের সঙ্গে শৌভিক নামের এক ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক এগোতে থাকে। কিন্তু হঠাৎ বিপদ ঘনিয়ে আসে জেনের জীবনে।
রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাসের। এবারে গল্প মোড় নেবে কোন দিকে? সেই উত্তর মিলবে ছবির গল্পে।
ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গে হয়েছে ছবির শুটিং। 'পিএস এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনায় ২০২৫-এ মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবির গানের দায়িত্বে রয়েছেন সমিধ৷
