এক সময় স্টার জলসার ধারাবাহিক 'বৌ কথা কও'এর 'নিখিল'-এর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন অভিনেতা ঋজু বিশ্বাস। এবার ঋজুর নামে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া। ঋজু অভিনেত্রী থেকে শুরু করে মডেল, এমনকী ইন্ডাস্ট্রির বাইরের মহিলাদেরও মেসেজ করেছেন! সোশ্যাল মিডিয়ায় এক চোখে পড়ছে মহিলাদের অ্যাকাউন্টে ঋজুর করা মেসেজ। সে মেসেজ যে সব সাম্প্রতিক সময়ে তা নয়, সাত-আট বছর আগের মেসেজের স্ক্রিনশটও পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঋজু মেসেজে লিখছেন 'ইউ লুক গুড ইন শাড়ি।' অর্থাৎ 'আপনাকে শাড়িতে সুন্দর দেখায়।'
এই মন্তব্যটি ঘিরে এখন কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়। তবে ঋজুর এই মন্তব্য কি সত্যিই অশালীন? প্রশ্ন তুলেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। বহু বছর তেমনভাবে কাজ না পাওয়ায় ঋজুর মানসিক স্বাস্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। ঋজুর মন্তব্যকে ঘিরে এই কটাক্ষ যেন টলি তারকাদের উপরে আঁচ ফেলল! এমনটাই মনে করছেন অভিনেতা রাজা গোস্বামী।
শনিবার সোশ্যাল মিডিয়ায় রাজা, স্ত্রী মধুবনী গোস্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'এমনিতেই ফেসবুকে আমি কারওর মেসেজের রিপ্লাই দিই না। মানে লাস্ট পাঁচ বছরে মেরে কেটে পাঁচজনও হবে না হয়তো। এতটাই কম, সবাই ভাবে আমার বিরাট অ্যাটিটিউড! আর এখন যা মার্কেটের অবস্থা মধুবনীকেও বলতে ভয় লাগছে ইউ লুক গুড ইন শাড়ি...বাই দ্য ওয়ে অ্যাটিটিউড থাকা ভাল, কী বলো?'
তাহলে কি রাজা ঋজুর এই 'ভাইরাল' মন্তব্যকে ঘিরে চিন্তিত? আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "ঋজু যখন কাজ শুরু করেছিল, আমরাও তখন ইন্ডাস্ট্রিতে নতুন। সেই সময় ওর যা পপুলারিটি ছিল আজকালকার হিরোদেরও নেই। ওর সঙ্গে কাজও করেছি, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় ওকে নিয়ে এমন হচ্ছে দেখে খুব কষ্ট হচ্ছে। ভাবতেই পারছি না বন্ধুর সঙ্গে এমনটা হচ্ছে যে! শাড়িতে সব মেয়েদের সুন্দর লাগে। কিন্তু সেই কথাটা এতজনকে বিভিন্ন সময়ে একইভাবে বলাটা বোকামি। এটা ও কেন করল জানি না।"
রাজার কথায়, "ওর পরিস্থিতি আমার জানা নেই, তবে এটুকু বুঝতে পারছি ওর বোকামির জন্য আমার বড্ড খারাপ লাগছে। অনেকেই ইন্ডাস্ট্রির মানুষের দিকে আঙুল তুলছেন। মনে হচ্ছে ওর এই কাজটার দায় যেন আমারও! কখনও কাউকে বিচার করার জায়গায় নিজেকে নিয়ে যাই না। তবে একটা কথা বলতে পারি, ওর সঙ্গে যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে। কলিগ হিসেবে আমার এমনকী মধুবনীরও খুব খারাপ লাগছে। ও যেন কেন এমনটা করল!"
প্রসঙ্গত, এই বিষয়ে অভিনেতা ঋজু বিশ্বাসের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, "এই বছরটা প্রথম থেকেই আমার খারাপ যাচ্ছে, মায়ের শারীরিক অবস্থার কারণে কলকাতাতে ছিলাম না আমি। হঠাৎ করেই দেখছি আমার সঙ্গে কথা না বলে এই ঘটনাকে কেন্দ্র করে নানা খবর ছড়িয়ে পড়েছে। আমার কথা হচ্ছে আমি যদি সত্যিই এতটা অশালীন ব্যবহার করে থাকি তবে আমার বিরুদ্ধে কেন পুলিশের কাছে অভিযোগ করা হল না? এই মহিলার পোষ্টের নিচে আমি অনেকগুলো স্ক্রিনশট দিয়েছি সেখানে কোথাও কি মনে হচ্ছে আমি অশালীন ব্যবহার করেছি? শুধু তাই নয় এখন অনেক মহিলায় লিখছেন আমি নাকি সকলকেই মেসেজ করেছি এবং মেসেঞ্জারে অশালীন মন্তব্য করেছি, আমি হয়তো কাউকে বলেছি সুন্দর দেখাচ্ছে, বা খুব স্বাভাবিক কিছু কথোপকথনকে কেউ যদি অশালীন মন্তব্য বলেন তাহলে সেই স্ক্রিনশট আমায় দেখাক, আমি চাই সেটা প্রমাণ করুক।"
