নিজস্ব সংবাদদাতা: গত বছরই শোনা গিয়েছিল 'একেন বাবু' আবারও বড়পর্দায় ফিছেন। বাপি আর প্রমথকে নিয়ে ফের শুরু হতে চলেছে তার নতুন যাত্রা। শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজে তাদের গন্তব্য ছিলেন পুরী। এবার রহস্যের সমাধানে ত্রয়ী পৌঁছে যাবেন বেনারসে।
 
 আসছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন বাবু', 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। প্রযোজনায় 'হইচই স্টুডিও'। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। 'বাপি' ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, 'প্রমথ' ওরফে সোমক ঘোষ ও 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী পাড়ি দিয়েছেন গন্তব্যে। তাঁদের এবারের রহস্যে যুক্ত হতে চলেছে টলিপাড়ার বহু পরিচিত মুখ। 
সূত্রের খবর, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু। এই মুহূর্তে তিনিও রয়েছেন বেনারসে। গোয়েন্দা গল্পে তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনই খোলসা করতে চান না নির্মাতারা। তবে ঋষভের চরিত্রে থাকছে দারুণ চমক।
প্রসঙ্গত, বছরের গোড়ার দিকেই ফেডারেশনের কোপে পড়েন জয়দীপ মুখোপাধ্যায়। সমস্যার জেরে স্থগিত হয়ে যায় 'একেন বাবু' ও 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ' সিরিজের পরবর্তী ভাগের শুটিং। তবে জানা যাচ্ছে একেন বাবুর শুটিংয়ের পর এপ্রিল মাস থেকে জোরকদমে শুরু হবে 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর শুটিং।
