স্টার জলসার 'তোমাদের রানী' ধারাবাহিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন নায়িকা 'রানী' অর্থাৎ অভিকা মালাকারকে। আজও 'রানী-দূর্জয়' জুটিকে পছন্দের তালিকা থেকে বাদ দেননি অনুরাগীরা।
ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই 'দূর্জানী' জুটির ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। যদিও পুরনো জুটিতে না ফিরলেও পুরনো গল্পে ফিরেছিলেন অভিকা। টলিউড পেরিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। 'বয়হুড প্রযোজনা সংস্থা'র ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হয়েছিল 'পকেট মে আসমান'।

সেখানেই হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ফারমান হায়দারের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিকা। 'তোমাদের রানী'র গল্পেরই রিমেক হিসাবে ছিল এই ধারাবাহিক। পর্দায় অভিকা ও ফারমানের জুটিকে দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক মহল। 'তোমাদের রানী'র মতোই টিআরপি তালিকায় দারুণ ফল করেছিল 'পকেট মে আসমান'।
তবে বেশ কিছুদিন ধরেই বড্ড তাড়াতাড়ি এগোচ্ছিল ধারাবাহিকের গল্প। চটজলদি এসেছিল লিপও। তখন থেকেই দর্শকের মনে আশঙ্কা ছিল যে, এই ধারাবাহিক হয়তো শেষের পথে হাঁটছে। সেই আশঙ্কা সত্যি হয়েছিল দর্শকের। মাত্র ছ'মাসের মধ্যেই শেষ হয়েছিল এই মেগা। হঠাৎই শেষ হয়েছে এই ধারাবাহিক। তারপর যদিও কেটেছে বেশকিছু মাস। কিন্তু নতুন কাজ নিয়ে ফিরতে দেখা যায়নি অভিনেত্রীকে। কোথায় গেলেন অভিকা? এই প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। তখন অভিকা যদিও জানিয়েছিলেন, তিনি ভাল চিত্রনাট্যের অপেক্ষায় আছেন। তাই একটু সময় নিচ্ছেন কাজে ফিরতে।
কিন্তু এবার এল সুখবর। ছোটপর্দায় ফিরছেন অভিকা মালাকার। যদিও কোনও নতুন মেগায় দেখা যাবে না তাঁকে। পুরনো এক ধারাবাহিকের বিশেষ পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সেই ধারাবাহিকের প্রযোজনায় রয়েছেন রাজ চক্রবর্তী। কিছুদিন আগেই ওই বিশেষ পর্বের শুটিং সেরেছেন তারকারা। সেখানে উপস্থিত ছিলেন 'লেডি সুপারস্টার' শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
নাচে-গানে জমে উঠেছিল সেই ধারাবাহিকের বিশেষ পর্বের শুটিং। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে চলেছে অভিকাকে। তবে কোনও চরিত্র নয়, তিনি স্ব-ভূমিকায় থাকবেন এই বিশেষ পর্বে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের বিশেষ পর্বের শুটিং। সেখানে এক ঝলক দেখাও গিয়েছে অভিকাকে। তাঁকে দেখার পর থেকেই অনুরাগীদের মন খুশিতে ভরে গিয়েছে। কারণ, বহুদিন পর টলিউডের ছোটপর্দায় আবারও প্রিয় নায়িকাকে দেখে উত্তেজিত নেটিজেনরা। অনেকেই আবার ইতিমধ্যেই অনুমান করছেন যে, অতিথি শিল্পী হিসেবে যখন এসেছেন, তখন খুব তাড়াতাড়ি হয়তো ছোটপর্দায় ফিরছেন অভিকা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।
