নিজস্ব সংবাদদাতা: একটি নয় দুটি নয়, একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করল 'এসকে মুভিজ'। সব ক'টি ছবির শুটিং হয়েছে লন্ডনে। প্রেম, ভয়, রহস্য, পরিবার, কমেডি সব ধরনের ছবি উপহার দিতে চলেছে 'এসকে মুভিজ'। 


'এইট্টিন অন স্ক্রীন'- ২০২৬ সাল অবধি ১৮টি ছবি মুক্তির তারিখ একসঙ্গে ঘোষণা করে নজির গড়ল 'এসকে মুভিজ'। এদিন উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঢালিউড কিং শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অনন্যা চট্টোপাধ্যায়, রাইমা ও রিয়া সেন সহ টলিউডের একাধিক তারকা।

 

 


এদিন ঘোষণা হল দিতিপ্রিয়া রায়, ঋষভ বসু ও শন বন্দ্যোপাধ্যায়ের অভিনীত ছবি 'যদি এমন হত'। গল্প এগোবে ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে। বিয়ের পর গল্পের নায়িকার জীবনে আসে দ্বিতীয় প্রেম। মনের মিলই কি একটা সম্পর্কের শেষ কথা? নাকি দিনশেষে দায়িত্ব আর কর্তব্যে আটকে থাকবে জীবনের সুখের মোড়? এই উত্তর নিয়েই আসছে ছবিটি। পরিচালনায় রবীন্দ্র নম্বিয়ার। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে লন্ডনে। জানা যাচ্ছে, ২০২৫-এর শুরুতেই মুক্তি পাবে ছবিটি। 


ছবি প্রসঙ্গে আজকাল ডট ইনকে দিতিপ্রিয়া বলেন, "অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এই গল্পে আমার চরিত্র একদম অন্যরকম। একটা গল্পে এত রকম ইমোশন রয়েছে, যা না দেখলে দর্শক বিশ্বাস করতে পারবেন না। ঋষভ ও শনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুন। আশাকরি দর্শকের পছন্দ হবে ছবিটা।"

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Eskay Movies (@eskaymovies)