নিজস্ব সংবাদদাতা, মুম্বই: আরজি কর  কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে মুম্বইয়েও। কলকাতার নৃশংস ঘটনার বিরুদ্ধে মুখ খুলছেন বলিউডের তাবড় তারকারা। করিনা কাপুর থেকে আলিয়া ভাট, রিচা চড্ডা, পরিণীতি চোপড়া, প্রিয়ঙ্কা চোপড়ারা বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নীনা গুপ্ত। 

সমাজে নারীদের অবস্থান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নীনা বলেন, "জঘন্য অপরাধ ৷ এই সমস্যার সমাধান প্রয়োজন ৷ সেই সমাধানটা কী হবে? আমাদের দেশ বিশাল বড়। প্রয়োজনে দেশের প্রতিটা রাজ্য, জেলা, অঞ্চল বা গ্রামে মহিলা সুরক্ষার জন্য কমিটি গড়ে উঠুক। যেখানে মহিলারা এই বিষয়ের উপর নজরদারি চালিয়ে উনিশ-বিশ দেখলেই অভিযোগ জানাবে। তবে এতেও কি সমস্যার সুরাহা হবে?”, 

অভিনেত্রীর কথায়, “ধরুন, গ্রামের কোনও শিক্ষিকাকে রাতে অথবা সন্ধেবেলা কয়েক কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে হয়। তিনি যেমন ঝুঁকির মধ্যে রয়েছেন তেমনই আবার যে সকল মহিলা রাতে নিরাপত্তার জন্য নজরদারি করতে যাবেন, তাঁদেরও ঝুঁকি রয়েছে ৷ আমি এই নিয়ে অনেক ভেবেছি। কোনও সমাধান বের করতে পারছি না। সমাজের মানসিকতা বদলাতে আরও সময়ের প্রয়োজন।” 

এরপরেই নীনা কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পের কথা তুলে ধরেন ৷ মেয়েদের সুরক্ষা ও নারী শক্তির বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার এই প্রচার অভিযানের উদ্যোগ নিয়েছে। কিন্তু পড়াশোনা করে কর্মস্থলে গিয়ে মেয়েরা সুরক্ষিত নয় বলে প্রশ্ন তুলেছেন নীনা। অভিনেত্রী বলেন “সরকার বলছে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। পড়াশোনা করলে তো মেয়েরা কাজ করতে যাবেই। আর সেই কর্মস্থলেই তাঁরা নিরাপদ নন? সেখানেও মেয়েদের নিরাপত্তা নেই। আমি তাই সকলের কাছে প্রশ্ন রাখছি, এর সমাধান কী?”

উল্লেখ্য, গত শুক্রবার সেরা সহ-অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার জিতেছেন নীনা গুপ্তা ৷ ২০২২ সালে মুক্তি পাওয়া 'উঁচাই' ছবির জন্য তিনি দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেয়েছেন৷ এর আগে ১৯৯৪ সালে 'বো ছোকরি' ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর হিসাবে জাতীয় পুরস্কার জিতেছিলেন ৷