নিজস্ব সংবাদদাতা: নতুন করে সকলের সামনে আসতে চলেছেন অভিনেত্রী পায়েল সরকার। পর্দার রিনা ব্রাউন, এবার মঞ্চে। সঙ্গে আছেন কৃষ্ণেন্দুও। 'সপ্তপদী'র মাধ্যমেই প্রথমবার মঞ্চে প্রবেশ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। পর্দায় দর্শক দেখেছিলেন উত্তম-সুচিত্রা জুটিকে। মঞ্চে প্রথমবার দেখা যাবে পায়েল সরকার ও দীপ ভট্টাচার্যর জুটিকে। 


এতবছর পর কেন থিয়েটারের মঞ্চ বেছে নিলেন পায়েল? তাঁর কথায়, "নতুন শুরুর কোনও সময় হয় না। এমন একটি চরিত্র হয়ে ওঠাই অনেক। ছোটপর্দা, বড়পর্দা, ওয়েব সিরিজের পর নতুন মাধ্যমে দর্শকের সামনে আসছি। সব ব্যস্ততার মাঝেই চলছে রিহার্সাল। এর জন্য অনেকটাই সময় দিতে হচ্ছে।"


এদিন রিহার্সালের মাঝে মঞ্চে 'রিনা ব্রাউন'-এর লুকেই দেখা গেল পায়েলকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের অবিস্মরণীয় প্রেমের উপন্যাস 'সপ্তপদী' রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে ১৯৬১ সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অজয় কর পরিচালনা করেন 'সপ্তপদী'। অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন। 


এই বছর উত্তম কুমারের প্রাক জন্মশতবর্ষ এবং বিশিষ্ট পরিচালক অজয় করের জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে 'নাট্যশাস্ত্রম' নিবেদিত 'ট্রাইকালার প্রোডাকশন' প্রযোজিত নাটক 'সপ্তপদী'। নাটকটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল ২০২৫ একাডেমি অফ ফাইন আর্টসে। অভিনয়ে রয়েছেন দুলাল লাহিড়ী, দোলন রায়,নদী রায়, অর্পিতা কাজী, অঙ্কন ধর,কৌশিক ভট্টাচার্য্য , অর্পিতা নন্দী ,প্রসূন ভট্টাচার্য্য ,সৈকত গাঙ্গুলি,সুমন দাস, অমিত বিশ্বাস ও অর্পণ ভট্টাচার্য্য। নাটকটি পরিচালনা করেছেন বিশিষ্ট নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়।