নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে। একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও এই ধরনের চরিত্রে এই প্রথমবার দেখা যেতে চলেছে তাঁকে। তাই শুটিংয়ের প্রথম দিন থেকেই বেশ মজা করে কাজ করছেন অভিনেত্রী।

 

জি বাংলার 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল শ্রীতমাকে। 'তেঁতুলপাতা'য় ইতিমধ্যেই শ্রীতমার প্রথম ঝলক দেখে ফেলেছেন দর্শক। 'খেয়ালি' চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা। গল্পে সে উচ্চবিত্ত বাড়ির মেয়ে। তাই চালচলন থেকে পোশাক এমনকী হাবভাবেও তা বেশ বোঝা যায়। পোশাক হোক বা সানগ্লাস, সব সময় ঝোলে 'প্রাইস ট্যাগ', অর্থাৎ তার পরিহিত সব জিনিসই কতটা দামি তা বেশ ভালই বুঝিয়ে দেয় 'খেয়ালি'। সঙ্গে অনবরত চলে ভুল ইংরেজিতে কথা বলা। 

 

তার মন জুড়ে বিরাজ করে শুধুমাত্র 'ঋষি'। যদিও এই শিমুলপুরার কেউই খুব একটা পছন্দ করে না তাকে। কিন্তু 'ঋষি'র জীবনে একমাত্র নারী হয়ে থাকতে চায় সে। তাই 'ঝিল্লি'কে একেবারেই পছন্দ নয় 'খেয়ালি'র। নিজের চরিত্র নিয়ে আজকাল ডট ইন-কে এমনটাই জানালেন শ্রীতমা। 

 

পাশাপাশি এও বললেন, "এই ধরনের চরিত্র ধারাবাহিক আগে দেখা গেলেও আমি প্রথমবার অভিনয় করছি। তাই বেশ ভাল লাগছে। লুকটাও খুব ইন্টারেষ্টিং। তবে এই চরিত্র ইতিবাচক নাকি সম্পূর্ণ নেতিবাচক, তা এখনই বলা যাচ্ছে না। গল্প যত এগোবে ধীরে ধীরে বোঝা যাবে চরিত্রটি কেমন হতে চলেছে।"

 

ইতিমধ্যেই 'তেঁতুলপাতা'য় চলে এসেছে 'খেয়ালি'। প্রথম দিনই 'ঝিল্লি'কে সরিয়ে নিজের জায়গা পাকা করে নিতে দেখা যাচ্ছে তাকে। তবে 'ঋষি'র মনে কি জায়গা করতে পারবে সে? উত্তর মিলবে 'তেঁতুলপাতা'র আগামী পর্বে।