সরাসরি বিনোদন জগতের মানুষ না হলেও এন্টারটেইনমেন্ট তাঁর রক্তে। ইতিমধ্যেই ওটিটি-তে পডকাস্টের সঞ্চালনায় জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু হাতের মুঠোয় বলিউডে নাম লেখানোর সুযোগ থাকলেও অভিনয়ে আসতে চান না নব্যা নভেলি নন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে স্পষ্ট  মতামত জানিয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি।

আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্পষ্টভাষী ভাবনার জন্য সমাজ মাধ্যমে প্রায়ই চর্চায় থাকেন নব্যা। তবে অভিনয়কে কখনও নিজের পেশা হিসেবে ভাবেননি বলে জানিয়েছেন তিনি। নব্যা বলেন, “আমার কখনও অভিনেত্রী হওয়ার ইচ্ছে হয়নি। এই প্রশ্নটা আমাকে প্রায়ই করা হয়, কিন্তু সত্যি বলতে আমি অভিনয়ের দিকে টান অনুভব করিনি। আমার বাবা-মা সবসময় শিখিয়েছেন, যদি কোনও কাজে পুরোপুরি মন না থাকে, তাহলে সেটা করা উচিত নয়।”

আরও পড়ুনঃ তেজাব-এ অনিল কাপুর নন, তিনি-ই ছিলেন প্রথম পছন্দ! কার 'উস্কানি'তে সরতে হল তাঁকে? মাধুরীকে সাক্ষী টেনে বিস্ফোরক আদিত্য পাঞ্চোলি!

বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারে জন্ম নিয়েও নব্যা নিজের জীবনের পথ আলাদাভাবে তৈরি করতে চেয়েছেন। কিছুদিন আগে আইআইএম অহমদাবাদ থেকে এমবিএ পাশ করেছেন তিনি। বিদেশে স্নাতক হয়ে আসার পর দেশেই পেয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি। তবে পড়াশোনা শেষ করে বলিউডে নায়িকা হওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর।নব্যা জানিয়েছেন, ছোটবেলা থেকেই তাঁর আগ্রহ ছিল ব্যবসা ও সমাজসেবার দিকে। বিগ বি-র নাতনির কথায়, “আমি সবসময় বাবার কাজের প্রতি আকৃষ্ট ছিলাম। বাবা যখন অফিস থেকে ফিরতেন, আমি প্রজেক্ট নিয়ে কথা বলতাম। সেটা আমার কাছে সিনেমার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় লাগত। 

দাদু অমিতাভ বচ্চন, দিদা জয়া বচ্চন থেকে মামা অভিষেক বচ্চন এবং মামি ঐশ্বর্যা রাই বচ্চন- নব্যার পরিবারের প্রায়ই সকলেই চলচ্চিত্র জগতের সঙ্গে  জড়িত। ছোট ভাই আগস্ত্য নন্দাও ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন, কিন্তু নব্যা সেই পথ অনুসরণ করতে আগ্রহী নন। বরং তিনি গ্ল্যামার দুনিয়ার জগৎ থেকে নিজেকে দূরে রেখেছেন।


নব্যা বলেন, “আমি সিনেমা দেখতে আর গান শুনতে ভালবাসি, কারণ আমার পরিবার ওই জগতের সঙ্গে জড়িত। কিন্তু আমি কখনও মনে করিনি যে আমাকেও তার অংশ হতে হবে। আমি বরং অন্যভাবে নিজের পরিচয় তৈরি করতে চাই।”

বর্তমানে নব্যা একজন সফল উদ্যোক্তা এবং সমাজসেবামূলক কাজে সক্রিয়। তিনি মহিলাদের আর্থিক স্বাধীনতা ও শিক্ষার বিষয়ে কাজ করছেন, পাশাপাশি নিজের পডকাস্টের মাধ্যমে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছেন।

নব্যার এই সিদ্ধান্তকে অনেকেই বলিউডের তথাকথিত ‘স্টার কিড সংস্কৃতি’র বিপরীতে এক ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। যেখানে বেশিরভাগ তারকা সন্তান অভিনয়ের দুনিয়ায় নাম লেখাতে আগ্রহী, সেখানে নব্যা নিজের স্বপ্ন ও মূল্যবোধের জায়গা থেকে বেছে নিয়েছেন এক সম্পূর্ণ ভিন্ন পথ। যা তাঁকে অনন্য ও অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে বলে মনে সমাজ মাধ্যমের একাংশ।