টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

অমিতাভের প্রতিবেশি জামাই নিখিল

অমিতাভ বচ্চনের পরিবার মুম্বইয়ে নতুন ঠিকানা পেল। তাঁর জামাই এবং এসকর্টস কুবোটা লিমিটেডের চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর নিখিল নন্দা শহরের অন্যতম অভিজাত এলাকা জুহুতে প্রায় ২৮ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এই একই এলাকায় বচ্চন পরিবারের বিখ্যাত বাংলো ‘প্রতীক্ষা’ ও ‘জলসা’ অবস্থিত।

রিয়েল এস্টেট গবেষণা ও তথ্য সংস্থা লাইসেস ফরাস-এর প্রাপ্ত নথি অনুযায়ী, এই সম্পত্তি কেনার প্রক্রিয়া ১৬ অক্টোবর সম্পন্ন হয়েছে। লেনদেনটি সম্পন্ন করেন নিখিল নন্দার বোন নিতাশা নন্দা, যিনি তাঁর পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে সই করেন।

বর্তমানে দিল্লিতে বসবাসরত নিখিল নন্দার এই বিনিয়োগ ইঙ্গিত দিচ্ছে যে, তিনি বচ্চন পরিবারের সঙ্গে এখন মুম্বইয়ে আরও বেশি সময় কাটাতে পারেন। বিশেষত তাঁদের সন্তান অগস্ত্য নন্দা ও নব্যা নবেলি নন্দা সেই শহরেই নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন।

নথি অনুযায়ী, নতুন ফ্ল্যাটটির আয়তন প্রায় ৩ হাজার ১৩৯ বর্গফুট, সঙ্গে অতিরিক্ত ৪১১ বর্গফুটের টেরেস, অর্থাৎ মোট আয়তন প্রায় ৩ হাজার ৫৫০ বর্গফুট। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে তিনটি নির্দিষ্ট গাড়ি রাখার জায়গা, যা সম্পত্তিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ঋষভকে নিয়ে বার্তা স্ত্রী ওলেসিয়ার

জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তাঁর আকস্মিক প্রয়াণে ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্ত্রী ওলেসিয়া নেদোবেগোভা ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানান।
ওলেসিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি কিছুই বলতে পারছি না... তুমি আমাকে ছেড়ে চলে গেলে... আমার স্বামী, প্রিয় বন্ধু, সঙ্গী... আমি প্রতিজ্ঞা করছি, তোমার সব স্বপ্ন পূরণ করব... তুমি মারা যাওনি, তুমি আছো আমার সঙ্গে—আমার আত্মায়, আমার হৃদয়ে, আমার ভালবাসায়, আমার মনের সম্রাট।’

ঋষভ ‘ইয়ে আশিকি’, ‘ইশক ফকিরানা’ এবং ‘চাঁদ তু’-এর মতো জনপ্রিয় সব গানের জন্য পরিচিত ছিলেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ❤️Olesya Nedobegova -Tandon♥️???????????????? (@olesya_tandonofficial)